
আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ
লায়ন সেবা মাস-২০১৪ উপলক্ষে লায়ন্স ক্লাব অব দিনাজপুরের উদ্যোগে দুঃস্থ্য ও গরীব চক্ষু রোগীদের মাঝে বিনামুল্যে চক্ষু চিকিৎসা সেবা এবং ঔষধ প্রদান অনুষ্ঠিত হয়েছে।
২৭ সেপ্টেম্বর শনিবার সকালে নিমনগরস্থ লায়ন্স ভবনে উক্ত চিকিৎসা সেবা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দুঃস্থ্য ও গরীব চক্ষু রোগীদের চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে লায়ন সেবা মাস উদ্বোধন করেন লায়ন্স ক্লাব অব দিনাজপুর’র সভাপতি লায়ন আলহাজ্ব ডা. মো. আনছার আলী। উক্ত অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব দিনাজপুরের সেক্রেটারী লায়ন মো. শাহেদ রিয়াজ পিম, সদস্য লায়ন আলহাজ্জ্ব জি এ বি সিদ্দীক চৌধুরী, লায়ন আলহাজ্জ্ব মো. শাহ আলম, লায়ন মো. শাহ আলম, লায়ন হাকী উল ইসলাম হাকী, প্রশাসনিক কর্মকর্তা মো. আবু তাহের সরকার প্রমুখ। অনুষ্ঠানে প্রায় শতাধিক দুঃস্থ্য ও গরীব রোগীকে চক্ষু চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।
প্রেরকঃ আব্দুর রাজ্জাক
দিনাজপুর।
০১৭১০০৪৭৭৪৬