সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

লায়ন্স ক্লাব অব দিনাজপুরের উদ্যোগে গাছের চারা রোপণ

Lioneআব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ

লায়ন সেবা মাস-২০১৪ উপলক্ষে লায়ন্স ক্লাব অব দিনাজপুরের উদ্যোগে গাছের চারা রোপণ করা হয়েছে।

২৯ সেপ্টেম্বর সোমবার সকালে উপশহরস্থ তফিউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত গাছের চারা রোপণ করা হয়। বৃক্ষ রোপণে করেন লায়ন্স ক্লাব অব দিনাজপুর’র সভাপতি লায়ন আলহাজ্ব ডা. মো. আনছার আলী, সেক্রেটারী লায়ন মো. শাহেদ রিয়াজ পিম, অন্যতম সদস্য লায়ন হাকী উল ইসলাম হাকী, লায়ন আলহাজ্জ্ব জি এ বি সিদ্দীক চৌধুরী, লায়ন আলহাজ্জ্ব মো. মোকাররম হোসেন খান, লায়ন মো. শাহ আলম প্রমুখ। উক্ত মাঠে বিভিন্ন প্রজাতির ১৫টি গাছের চারা রোপণ করা হয়।

 

Spread the love