সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

লায়ন্স ক্লাব অব দিনাজপুরের উদ্যোগে প্রবীণদের মাঝে বস্ত্র বিতরণ

Lionআব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ

লায়ন সেবা মাস-২০১৪ উপলক্ষে লায়ন্স ক্লাব অব দিনাজপুরের উদ্যোগে প্রবীণদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।

১২ অক্টোবর রবিবার সকালে নিমনগরস্থ লায়ন ভবনে উক্ত বস্ত্র বিতরণ করা হয়। কর্মসূচীতে এসময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব দিনাজপুর’র সভাপতি লায়ন আলহাজ্ব ডা. মো. আনছার আলী, সেক্রেটারী লায়ন মো. শাহেদ রিয়াজ পিম, ট্রেজারার লায়ন আলহাজ্ব আর এইচ ফারুক শামীম, অন্যতম সদস্য লায়ন হাকী উল ইসলাম হাকী, লায়ন আলহাজ্জ্ব জি এ বি সিদ্দীক চৌধুরী, লায়ন আলহাজ্জ্ব মো. মোকাররম হোসেন খান, লায়ন মো. শাহ আলম, প্রশাসনিক কর্মকর্তা আবু তাহের সরকার প্রমুখ। উক্ত কর্মসূচীতে প্রায় দেড় শতাধিক প্রবীণদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।

Spread the love