
আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ
লায়ন সেবা মাস-২০১৪ উপলক্ষে লায়ন্স ক্লাব অব দিনাজপুরের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
১৪ অক্টোবর মঙ্গলবার রাতে নিমনগরস্থ লায়ন ভবনে উক্ত হুইল চেয়ার বিতরণ করা হয়। হুইল চেয়ার বিতরণের সময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব দিনাজপুর’র সভাপতি লায়ন আলহাজ্ব ডা. মো. আনছার আলী, প্রথম সহ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান লায়ন আলহাজ্ব ফরিদুল ইসলাম এমজেএফ, সেক্রেটারী লায়ন মো. শাহেদ রিয়াজ পিম, ট্রেজারার লায়ন আলহাজ্ব আর এইচ ফারুক শামীম, অন্যতম সদস্য লায়ন হাকী উল ইসলাম হাকী, লায়ন আলহাজ্জ্ব জি এ বি সিদ্দীক চৌধুরী, লায়ন আলহাজ্জ্ব মো. মোকাররম হোসেন খান, লায়ন মো. শাহ আলম, প্রশাসনিক কর্মকর্তা আবু তাহের সরকার প্রমুখ। উক্ত কর্মসূচীতে দিনাজপুর সদরের ৬নং আউলিয়াপুর ইউনিয়নস্থ মহিষকোঠা এলাকার প্রতিবন্ধী ফসিউর রহমান কে উক্ত হুইল চেয়ার বিতরণ করা হয়।