
আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ
লায়ন সেবা মাস-২০১৪ উপলক্ষে লায়ন্স ক্লাব অব দিনাজপুর এর মাননীয় জেলা গভর্ণর এর ডাক ‘‘Service Beyond All” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
১৫ অক্টোবর বুধবার রাতে নিমনগরস্থ লায়ন ভবনে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে ক্লাবের সাধারণ সম্পাদক লায়ন মো. শাহেদ রিয়াজ পিম’র পরিচালনায় সভাপতিত্ব রেখে বক্তব্য রাখেন ক্লাবের সভাপতি লায়ন আলহাজ্ব ডা. মো. আনছার আলী। এছাড়াও বক্তব্য রাখেন ক্লাবের প্রথম সহ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান লায়ন আলহাজ্ব ফরিদুল ইসলাম এমজেএফ, ট্রেজারার লায়ন আলহাজ্ব আর এইচ ফারুক শামীম, ডিরেক্টর লায়ন আলহাজ্ব মো. গোলাম মোস্তফা, লায়ন আলহাজ্ব এ্যাড. এম এ মজিদ, অন্যতম সদস্য লায়ন হাকী উল ইসলাম হাকী, লায়ন আলহাজ্জ্ব জি এ বি সিদ্দীক চৌধুরী, লায়ন আলহাজ্জ্ব মো. মোকাররম হোসেন খান, লায়ন ইঞ্জিনিয়ার মো. আমজাদ হোসেন, লায়ন মো. শাহ আলম। এছাড়াও সেমিনারে উপস্থিত ছিলেন ক্লাবের প্রশাসনিক কর্মকর্তা আবু তাহের সরকার প্রমুখ।