বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

শনিবার থেকে ফের ৭২ ঘন্টার অবরোধ

54770আবারো টানা ৭২ ঘন্টার অবরোধ দিয়েছে ১৮ দলীয় জোট। শনিবার সকাল ৬টা থেকে শুরু হয়ে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত এ অবরোধ চলবে। আজ বৃহস্পতিবার দলের যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ অজ্ঞাত স্থান থেকে পাঠানো ভিডিও বার্তায় এ কর্মসূচি ঘোষণা করেন। তবে তফসিল প্রত্যাহার ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি মানা হলে অবরোধের এই কর্মসূচি তাত্ক্ষণিকভাবে প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন বিএনপির তিনি।
শনিবার থেকে আবার অবরোধে যাওয়ার আগে আগামীকাল শুক্রবার জুমার নামাজের পর গায়েবানা জানাজা আদায় করবে জোট। বিরোধী জোটের কর্মসূচি চলাকালে নিহত নেতা-কর্মীদের জন্য এ জানাজা আদায় করা হবে।
প্রসঙ্গত, তফসিল ঘোষণার পর থেকে এর প্রতিবাদ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে টানা অবরোধ কর্মসূচি পালন করে যাচ্ছে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। দ্বিতীয় দফায় গত শনিবার সকাল থেকে শুরু হওয়া অবরোধ আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় শেষ হচ্ছে। এর পরপরই বিরোধী জোটের ডাকে আবারো আগামী শনিবার থেকে অবরোধ দেয়া হলো।