রবিবার ২৪ সেপ্টেম্বর ২০২৩ ৯ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

শনিবার রাতে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

আসেম শীর্ষ সম্মেলনে শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার রাত ১২টার দিকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান পেৌছান বন্দরে প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী  দশম আসেম শীর্ষ সম্মেলনে যোগ দিতে গত ১৫ অক্টোবর ইতালির মিলানে যান। তিনি আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন। অর্থনীতি ও যোগাযোগের ক্ষেত্রে এশিয়া ও ইউরোপের মধ্যে শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তোলার আহ্বান জানান।

শনিবার রাতে দেশে ফিরলে মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

Spread the love