শনিবার ২ ডিসেম্বর ২০২৩ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

শনিবার রেলমন্ত্রী মুজিবুল হকের বউভাত

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বসুয়ারা গ্রামের বাড়িতে শনিবার রেলমন্ত্রী মুজিবুল হকের বউভাতের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষ্যে চৌদ্দগ্রামের মিয়াবাজার থেকে বসুয়ারা পর্যন্ত চার কিলোমিটার এলাকা জুড়ে অর্ধশতাধিক তোরণ, সহস্রাধিক ফেস্টুনসহ বাড়ির মেইন ফটকে করেছে আর্কষণীয় তোরণ। লাগানো হয়েছে রঙ্গিন বাতি।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিয়ের পর প্রথমবারের মতো বউ নিয়ে বাড়িতে গেলেন রেলমন্ত্রী মুজিবুল হক। গ্রাম্য রীতি অনুসারে তাকে পান, শরবত আর মিষ্টি দিয়ে বরণ করা হয়। একনজর মন্ত্রীর বউকে দেখতে শত শত নারী-পুরুষ ভিড় জমাচ্ছেন বসুয়ারা গ্রামের মন্ত্রীর বাড়িতে।
Spread the love