বৃহস্পতিবার ১ জুন ২০২৩ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

শহর আ’লীগের সম্পাদক রাজুর মাতৃ বিয়োগ ॥ হুইপের শোক

দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজুর মাতা খায়রুন মজিদ মঙ্গলবার সকালে চাউলিয়াপট্টিস্থ নিজ বাসভবনে বার্ধক্য জনিত রোগে ইন্তেকাল করেন (ইন্না…… রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ২ পুত্র ও ২ কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে যান।
আজ মঙ্গলবার বাদ এশা শহরের চাউলিয়াপট্টি ঈদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে মরহুমাকে লালবাগ গোরস্তানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, জেলা ও শহর আওয়ামী লীগের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।