
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো: দবিরুল ইসলাম এমপি বলেছেন, শহীদ আকবর আলী বিজ্ঞান প্রযুক্তি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তরিত করা হবে। বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থাকে বিজ্ঞান প্রযুক্তি নির্ভর করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন স্বাধীনতার সুফল প্রতিটি জনগনের ঘরে ঘরে পৌছে দিতে চাই বর্তমান সরকার। আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য সকল শিক্ষার্থীদের আহ্বান জানান। আজ বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রাপ্ত একমাত্র অনার্স কলেজ শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়ের সবুজ চত্তরে একাদশ শ্রেণির নবাগত ছাত্রছাত্রীদের বরণ উপলক্ষে আয়োজিত নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যকালে এ কথা বলেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস, ঠাকুরগাঁও পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরী, উপজেলা চেয়ারম্যান, সফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সগীর হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ পান্না, অনুষ্ঠানে কলেজের প্রতিষ্ঠাতা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুলফিকার আলী, বড়বাড়ী ইউপি চেয়ারম্যান মো: আকরাম আলী, শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. তৈয়বা খাতুন, বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ মো: আমিনুর ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী প্রমুখ। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন প্রভাষক দবিরুল ইসলাম।