
শনিবার হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০১৩ পালিত হয়েছে। সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর মো. রুহুল আমিন-এর শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে শহীদ বৃদ্ধিজীবীদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানান। পুস্পস্তবক অর্পণ শেষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন এর নেতৃত্বে এক শোক র্যালী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। র্যালী শেষে শহীদ মিনার প্রাঙ্গনে শহীদ বুদ্ধিজীবীদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে ১ মিনিট নীরবতা পালন করা হয়। অতঃপর দিবসের তাৎপর্যের উপর ভিত্তি করে ভাইস-চ্যান্সেলর বাণী পাঠ ও সকলের মধ্যে বিতরণ করা হয়। ভাইস-চ্যান্সেলর তাঁর বাণীতে শহীদ বুদ্ধিজীবীগণকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাঁদের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করেন। এরপর শহীদ মিনার প্রাঙ্গনে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা শাখার পরিচালক প্রফেসর ড. শাহাদাৎ হোসেন খান এর সভাপত্তিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও প্রগতিশীল শিক্ষক ফোরাম এর সাধারন সম্পাদক প্রফেসর ড. বলরাম রায়, প্রগতিশীল কর্মকর্তা পরিষদের সভাপতি সহকারী রেজিস্ট্রার কৃষিবিদ মো. ফেরদৌস আলম, কর্মচারীদের পক্ষে বক্তব্য প্রদান করেন আব্দুর রহিম প্রমূখ।