দিনাজপুর প্রতিনিধি :যুদ্ধাপরাধী ও রাজাকারমুক্ত বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে দিনাজপুরে শনিবার পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবি দিবস।
দিবসটি উপলক্ষে দিনাজপুর প্রেসক্লাব ও দিনাজপুর সাংবাদিক ইউনিয়ন বিভিন্ন কর্মসূচী পালন করেছে। প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে সকালে দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী মাজারে শহীদ স্মৃতি সৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পন করা হয়। শ্রদ্ধার্ঘ অর্পন শেষে সেখানে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
এরপর সকাল ১০টায় দিনাজপুর প্রেসক্লাব কমপেক্সে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজহারুল আজাদ জুয়েল, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম ফুলাল, দিনাজপুর শিল্প ও বনিক সমিতির সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল।