
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে সুমন নামে এক যুবক নিহত হয়েছে বলে জানা গেছে।
নিহত সুমন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
এ ঘটনায় ৫ জন গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছেন। এ সময় উভয় পক্ষে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ও গুলি বর্ষণ হয়।
এছাড়া আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ সংঘর্ষ শুরুর আগে ছাত্রলীগের একটি পক্ষ ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি, একাডেমিক ভবন ও শাহপরান হলে ভাংচুর চালায়।পরে অন্য পক্ষ ক্যাম্পাসে উপস্থিত হলে শুরু হয় সংঘর্ষ।
বৃহস্পতিবার সকাল ১০টায় ক্যাম্পাসের নিয়ন্ত্রণ ও হল দখল নিয়ে ছাত্রলীগ সভাপতি সঞ্জিবন চক্রবর্তী ও সহ-সভাপতি অঞ্জন রায় গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে সহ-সভাপতি অঞ্জন রায় গুরুতর জখম হয়েছেন বলে তার সমর্থকরা জানিয়েছেন।
জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে ক্যাম্পাসে অবস্থান নেয় শাবি ছাত্রলীগ সভাপতি সঞ্জিবন চক্রবর্তীর সমর্থকরা। এ সময় ক্যাম্পাসের নিয়ন্ত্রণে থাকা সহ-সভাপতি অঞ্জন রায় ও কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য উত্তম কুমার দাশের সমর্থকরা তাদের বাধা দিলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় শাহপরাণ ও দ্বিতীয় ছাত্র হলের ভেতরে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। উভয় পক্ষে বিনিময় হয় বেশ কয়েক রাউন্ড গুলি। এ সময় ৫ গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ওমর ফারুক বলেন, গুলিবিদ্ধ অবস্থায় সুমনকে হাসপাতালে আনা হলে অপারেশন থিয়েটারে নেয়ার পথেই তার মৃত্যু হয়। জালালাবাদ থানার ওসি আক্তার হোসেন বলেন, সংঘর্ষ শুরুর পর ক্যাম্পাসে বাড়তি পুলিশ আনা হয়েছে। আমরা পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করছি।
ছাত্রলীগ সূত্রে জানা যায়, গেল বছর ৮ মে সঞ্জিবন চক্রবর্তীকে সভাপতি ও ইমরান খানকে সাধারণ সম্পাদক করে শাবি শাখা ছাত্রলীগ কমিটি ঘোষণা করা হয়। কিন্তু কমিটি ঘোষণা করা হলেও অভ্যন্তরীণ কোন্দলের কারণে সঞ্জিবন চক্রবর্তী ও তার সমর্থকরা এতদিন ক্যাম্পাসে ঢুকতে পারেনি। ক্যাম্পাসের নিয়ন্ত্রণে ছিল সহসভাপতি অঞ্জন রায় ও উত্তম কুমার দাশ ও তাদের সমর্থকদের।