রবিবার ২৪ সেপ্টেম্বর ২০২৩ ৯ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

আজ শারদীয় দুর্গোৎসবের মহানবমী

Pujaআজ শুক্রবার শারদীয় দুর্গোৎসবের মহানবমী। রামকৃষ্ণ মঠে পূজা আরম্ভ হবে সকাল ৬টা ৪৫ মিনিটে। নবমী তিথি সকাল ৬টা ৫৪ মিনিট পর্যন্ত। পরে দশমী তিথি শেষ রাত ৪টা ৩৭ মিনিট ৪ সেকেন্ড পর্যন্ত। সকাল ৬টা ৫৪ মিনিটের মধ্যে দুর্গা দেবীর কেবল মহানবমী কল্পারম্ভ, মহানবমী বিহিত পূজা প্রশস্তা দিবা ৮টা ৫৯ থেকে ৯টা ৫৮ এর মধ্যে। এদিকে সকালে মহাষ্টম্যাদি পূজা প্রশস্তা ও ব্রতোপবাস এবং রাতে সন্ধি পূজার মধ্যদিয়ে আজ শেষ হয়েছে দুর্গাপূজার ৩য় দিন মহাঅষ্টমী।
এরপর আজ পালিত হবে মহানবমী। তবে নবমী এবং দশমী তিথি একই দিন হওয়ায় সারাদেশে আজ বিজয়া দশমীর আনুষ্ঠানিকতাও সম্পন্ন হয়ে যাবে। শুক্রবার দশমীর আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেও বিজয়া মিছিলের মাধ্যমে প্রতিমা বিসর্জন হবে শনিবার। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি কাজল দেবনাথ জানান, বহু বছর পর এবার এ ধরনের ব্যতিক্রমী ঘটনা ঘটলো। মহাঅষ্টমীর মূল আকর্ষণ হচ্ছে কুমারী পূজা। ঢাকার রামকৃষ্ণ মিশনে সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত হয় কুমারী পূজা। সকল নারীর মধ্যে মাতৃরূপ এ উপলব্ধি সবার মধ্যে জাগ্রত করার জন্যই কুমারী পূজা অনুষ্ঠিত হয়।
সকালে ঢাক ঢোল বাদ্যসহকারে নানা আচারের মধ্যদিয়ে একজন শিশু কন্যাকে দেবী দুর্গার সামনে বসিয়ে কুমারী পূজা করা হয়। কুমারী পূজা উপলক্ষে ঢাকার রামকৃষ্ণ মিশনে সকাল থেকেই ভক্তদের ভীড় নামে। ঢাক-ঢোলের বাদ্য নানা আনুষ্ঠানিকতায় ভিন্নমাত্রা যোগ হয়। মহাঅষ্টমীর দিন দুপুরে পূজা শেষে প্রতি পূজা মন্ডপে সকল ভক্ত দর্শনার্থী অঞ্জলী গ্রহণ করেন। এসময় তাদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

বিজয়া দশমী
পক্ষান্তরে শুক্রবার দিবাগত রাত ৪টা ৩৭ মিনিটের মধ্যে দশমী শেষ হয়ে যাবে। তবে প্রাত ৬টা ৫৪ মিনিট গতে পূর্বাহ্ন ৯টা ৫৮ মিনিটের মধ্যে কুলিক বেলা এবং বিহিত লগ্নানুরোধে সকাল ৮টা ২৩ মিনিটের মধ্যে দশমী বিহিত পূজা সম্পন্ন হবে। প্রসঙ্গত এ বছর সারাদেশে ২৮ হাজার ৪৫৮টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। গত বছর এ সংখ্যা ছিল ২৭ হাজার ৮৫৮। রাজধানী ঢাকায় মন্ডপের সংখ্যা ২২১টি।

Spread the love