সোমবার ৫ জুন ২০২৩ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

শারদীয় দূর্গোৎসবের আজ মহানবমী ও দশমী

জিন্নাত হোসেন : ব্যাপক উৎসাহে সাড়া দেশের ন্যায় দিনাজপুরে উযদাপিত হচ্ছে সনাতন ধর্মালম্বিদের শারদীয় দূর্গোৎসবের মহা নবমী ও বিজয়া দশমী। আর এরই মধ্য দিয়ে শেষ হচ্ছে ৫দিনের ধর্মিয় আনুষ্ঠানিকতা। তবে প্রতিমা বিসর্জন আগামীকাল শুক্রবার। মন্ডপে মন্ডপে ভক্ত ও পূর্নার্থী এবং দর্শনার্থীদের দের ঢল নেমেছে।

প্রতিমা বিসর্জনের আগ পর্যন্ত উৎসব চলবে বলে জানিয়েছেন হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের দিনাজপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন। এবছর দেবী দূর্গা ঘোড়ায় চড়ে এসেছিলেন আর দোলায় করে ফিরে যাবেন। ১২ অক্টোবর শুভ মহালয়ের মধ্য দিয়ে পূজর আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল। সনাতন হিন্দুদের ধর্ম বিশ্বাস অনুসারে দেবী দূর্গা তার সন্তানদের নিয়ে মর্ত্যে আসার জন্য মহালয়ার দিম যাত্রা শুরু করেন। আর বিজয়া দশমীতে সন্তানদের নিয়ে স্বর্গে ফিরে যাবেন দেবী।