
ইন্টারন্যাশনাল ডেস্ক: ও‘হেয়া আমত্মর্জাতিক বিমানবন্দরে শিকাগোর একটি মেট্রো ট্রেন লাইনচ্যুত হয়ে ৩২ জন আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি। সোমবার সকালে ট্রেনটি লাইনচ্যুত হয়ে যুক্তরাষ্ট্রের অন্যতম ব্যসত্ম বিমানবন্দরটির একটি প্ল্যাটফর্ম অতিক্রম করে একটি চলমত্ম সিঁড়ির ওপর উঠে যায়। তবে আহতদের কারো অবস্থাই গুরুতর নয় বলে জানিয়েছেন ওই কর্মকর্তারা। ট্রেনের চালক অত্যমত্ম ক্লামত্ম ছিলেন এবং তিনি সম্ভবত ট্রেনের ভিতর ঘুমে ঢলে পড়ে গিয়েছিলেন বলে জানিয়েছেন শিকাগো ট্রানজিট ইউনিয়নের সভাপতি। দুর্ঘটনার সময় ট্রেনটি অত্যমত্ম দ্রুত গতিতে চলছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শিকাগো সান-টাইমস সংবাদপত্রকে যাত্রী ডেনিস অ্যাডামস বলেছেন, ‘‘বুম শব্দ শুনে আমি ট্রেন থেকে বের হয়ে দেখি, ট্রেনটি চলমত্ম সিড়ির ওপর উঠে গেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ট্রেনটির চালকও আছেন। সুস্থ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।