বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বৈঠক করেছেন। গুলশানে বেগম জিয়ার রাজনৈতিক কার্যালয়ে রাত ৮টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
ঢাবির প্রায় শতাধিক শিক্ষক ড. সদরুল আমিনের নেতৃত্বে এ মতবিনিময় সভায় অংশ নেন।
প্রতিনিধি দলে ছিলেন অধ্যাপক ড. আ ফ ম ইউছুফ হায়দার, অধ্যাপক তাজমেরি এম এ ইসলাম, ড. সুকোমল বড়ুয়া, ড. সিরাজুল ইসলাম, ড. আখতার হোসেন, অধ্যাপক তাহমিনা আখতার টফি, অধ্যাপক জিন্নাতুন নিছা তাহমিনা, ড. মামুন আহমেদ, ড. এবিএম ওবায়দুল ইসলাম ও ড. দিল রওশন জিন্নাত আরা তাহমিনা প্রমুখ।
এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহাবুবুর রহমান উপস্থিত ছিলেন।
এদিকে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া একে একে বিএনপি-জামায়াত সমর্থক বিভিন্ন পেশাজীবীদের সংগঠনগুলোর সঙ্গে মতবিনিময় অব্যাহত রেখেছেন। এরই ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ রাতে তিনি শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন বলে দলীয় সূত্রে জানা গেছে।