শনিবার ২৫ মার্চ ২০২৩ ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

শিক্ষকদের সঙ্গে বৈঠক করেছেন খালেদা জিয়া

Khaledaবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া  মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বৈঠক করেছেন। গুলশানে বেগম জিয়ার রাজনৈতিক কার্যালয়ে রাত ৮টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ঢাবির প্রায় শতাধিক শিক্ষক ড. সদরুল আমিনের নেতৃত্বে এ মতবিনিময় সভায় অংশ নেন।

প্রতিনিধি দলে ছিলেন অধ্যাপক ড. আ ফ ম ইউছুফ হায়দার, অধ্যাপক তাজমেরি এম এ ইসলাম, ড. সুকোমল বড়ুয়া, ড. সিরাজুল ইসলাম, ড. আখতার হোসেন, অধ্যাপক তাহমিনা আখতার টফি, অধ্যাপক জিন্নাতুন নিছা তাহমিনা, ড. মামুন আহমেদ,  ড. এবিএম ওবায়দুল ইসলাম ও ড. দিল রওশন জিন্নাত আরা তাহমিনা প্রমুখ।

এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহাবুবুর রহমান উপস্থিত ছিলেন।

 

এদিকে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া একে একে বিএনপি-জামায়াত সমর্থক বিভিন্ন পেশাজীবীদের সংগঠনগুলোর সঙ্গে মতবিনিময় অব্যাহত রেখেছেন। এরই ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ রাতে তিনি শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন বলে দলীয় সূত্রে জানা গেছে।