
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রতিনিয়ত আমাদের শিক্ষক নিয়োগ দিতে হয়। এ জন্য আলাদা একটা কমিশন করা উচিত। বা করতে হবে। এ বিষয়ে আমরা অর্থ মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি। বিষয়টিতে বেশ অগ্রগতিও হয়েছে। তিনি বলেন, আমাদের বিপুল সংখ্যক শিক্ষক নিয়োগ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) হয়ে আসতে আসতে অনেক সময় লাগে। এ জন্য আমার একটা প্রস্তাব আছে। এ বিষয়ে কাজও হচ্ছে। আজ রবিবার সকাল ১১টার দিকে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে এসে কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন। তিনি এ সময় শিক্ষকদের প্রশিক্ষণ দেয়ার ওপরও গুরুত্বারোপ করেন ।
পিএসসিতে শিক্ষা কমিশনের জন্য স্থান সংকুলান সম্ভব উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পিএসসিতে আলাদা একটা উইং থাকতে পারে। সেখানে বিশাল ভবন নির্মাণ করে দিয়েছি। জায়গারও অভাব নেই। সেখানে আলাদা একটা ব্যবস্থা থাকবে, যাদের কাজই হবে শিক্ষক নিয়োগের বিষয়টি দেখা। এছাড়া এ সংক্রান্ত কোন সমস্যা নিরসন সম্ভব নয়। বিষয়টি নিয়ে অর্থ মন্ত্রণালেেকাণাথে কথা বলেছি। অন্যান্য নিয়োগের জন্য জটিলতা হবে না। কিন্তু শিক্ষক নিয়োগের সময় আমাদের জটিলতায় পড়তে হয়। এ জন্যই শিক্ষক নিয়োগে আলাদা কমিশন প্রয়োজন।
শেখ হাসিনা বলেন, প্রাথমিক শিক্ষাটাই হচ্ছে শিক্ষার মূল ভিত্তি। আপনাদের দায়িত্ব অনেক বেশি। আপনাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। তিনি বলেন, শিক্ষকদের প্রশিক্ষণ অত্যন্ত দরকার। আর এখন প্রযুক্তির ব্যবহার, শিক্ষার মান, শিক্ষার ব্যবস্থা সবকিছুই পরিবর্তন হচ্ছে। এ পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলেতে গেলে প্রশিক্ষণ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।