বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

শিক্ষায় জাগরণ

হে জাতি,
অদূরে দেখতে কী পাও?
ঐ তরুণ প্রজন্ম।
অঙ্কুরিত বীজের মত
সৃজনশীল তাদের কর্ম।
হে জাতি,
তোমরা কী বোঝনা শিক্ষার মর্ম?
এতেই নিহিত যে সেবার ধর্ম।
রেখোনা ঘরে তব
করে বন্দি তাদের,
দ্বার খুলে দাও হে,
সময় যে তরুণের।
শিক্ষিত হবে জাতি
হবে উন্নত দেশ,
মানবিক মূল্যবোধে
গড়বে স্মার্ট স্বদেশ।

লেখক-শাপলা আক্তার মীম।

সহকারী শিক্ষক
সাধনা আদিবাসী সপ্রাবি, কাহারোল, দিনাজপুর।
Spread the love