রবিবার ২৬ মার্চ ২০২৩ ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের পরিপূর্ণ বিকাশের ক্রীড়া চর্চা অপরিহার্য্য

মোঃ আবেদ আলী, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুর পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও পুলিশ সুপার মো. রুহুল আমিন বলেছেন, শিক্ষার্থীদের পরিপূর্ণ বিকাশের ক্রীড়া চর্চা অপরিহার্য্য। খেলাধূলা কোমলমতি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখে।

১৫ ফেব্রুয়ারী রোববার সকালে দিনাজপুর পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৫ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সম্পাদক মোঃ আনোয়ারুল হক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইলতুৎ মিশ, সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান আসাদ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুজয় কুমার সরকার ও নাজনীন আক্তার।