বৃহস্পতিবার ২৩ মার্চ ২০২৩ ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি দেশপ্রেমীক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে — এমপি গোপাল

ফজিবর রহমান বাবু, দিনাজপুর প্রতিনিধি : জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি দেশপ্রেমীক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে৷ ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে৷ ভালো মানুষ না হলে দেশের অগ্রগতি হবেনা৷ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখতেন এ দেশ বিশ্বের উন্নত দেশ হিসেবে পরিচিতি লাভ করবে৷ তারই যোগ্য সন্তান বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নে সমৃদ্ধশীল দেশ হিসেবে গড়ে তোলার লক্ষেই কাজ করে যাচ্ছে৷

৫ এপ্রিল রোববার রাতে দিনাজপুরের কাহারোল উপজেলার বুলিয়া বাজার কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন৷ বুলিয়া বাজার কলেজে সভাপতি মোঃ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ. েক.এম ফারক চৌধুরী, অবঃ প্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল করিম, বুলিয়া বাজার কলেজের প্রতিষ্ঠাতা সদস্য এ. েকএম আনোয়ারুল করিম, তারগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, বুলিয়া বাজার কলেজের অধ্যক্ষ নাজমা শিরিন৷ এর আগে একই উপজেলায় কাহারোল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল৷