বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

শিক্ষার পাশাপাশি ক্রীড়া-সাংস্কৃতির গুরুত্ব অপরিসীম-অধ্যাপক ইয়াসিন আলী এমপি

রাণীশংকৈল সংবাদদাতাঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রী কলেজে সপ্তাহব্যাপী বাষিক ক্রীড়া ও সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনি অনুষ্ঠানে বৃহস্পতিবার প্রধান অতিথির বক্তব্যে ঠাকুরগাও-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন বলেন, শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতির বিকল্প নেই। তিনি আরো বলেন যে সকল ছাত্র-ছাত্রী নিয়মিত স্কুল কলেজে আসে তাদের অভিজ্ঞতা বেশী থাকে। কোচিং মুখি না হয়ে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ছাত্র-ছাত্রীদের আসার ব্যাপারে তিনি উপদেশ দেন। অধ্যক্ষ তাজুল  ইসলামের সভাপতিত্বে গেস্ট অব অনার হিসেবে- মহিলা সংরক্ষিত ৩০১ আসনের সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেযারম্যান আইনুল হক মাষ্টার, পৌর মেয়র মোঃ মোকলেসুর রহমান, আ’লীগ সভাপতি সইদুল হক, বিএনপি উপজেলা সম্পাদক আতাউর রহমান, উপজেলা আ’লীগ সম্পাদক মোঃ তাজউদ্দিন আহম্মেদ, উপজেলা নির্বাহি কর্মকর্তা আশরাফুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ সুকুমার মহন্ত। বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মোঃ জামালউদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক মোঃ তোয়াহা, প্রভাষক আনোয়ারুল ইসলাম(সাংবাদিক), খলিলুর রহমান, প্রভাষক সাজাহান আলী, সফিকুল ইসলাম আলম, প্রশান্ত বসাক, সাবেক ভিপি কামাল হোসেন প্রমুখ। আলোচনা শেষে পুরুস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।