
তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন,‘যেকোনো সময় খালেদা জিয়া জেলে যাবেন আর চার যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকর হবে বলেই নাশকতার গন্ধ পাওয়া যাচ্ছে। এই নাশকতা প্রতিহত করতে অবশ্যই সবাইকে সজাগ থাকতে হবে।’
শনিবার বিকেল ৪টায় পাবনা সার্কিট হাউসে জেলা জাসদের মতবিনিময় সভায় নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।’
তিনি নেতাকর্মীদের নির্দেশ দিয়ে বলেন, যেখানেই জঙ্গী সন্ত্রাস, আগুন সন্ত্রাস, সেখানেই প্রতিহত করতে ঝাঁপিয়ে পড়তে হবে। জাসদের নেতাকর্মীরা সাংগঠনিকভাবে তৎপর হলে অবশ্যই প্রতিটি ক্ষেত্রেই তারা মূল্যায়িত হবে।
জেলা জাসদের সভাপতি আমিরুল ইসলাম রাঙার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা জাসদের সিনিয়র সহ-সভাপতি মো. আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক হাবিবুল হক মিন্টু, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, ঈশ্বরদী উপজেলা জাসদের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক প্রমুখ।