রবিবার ২৬ মার্চ ২০২৩ ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

শিরোপা অস্ট্রেলিয়ার ঘরে

পঞ্চমবারের মতো বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। রবিবার আসরের ফাইনালে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে বিশ্বকাপ জিতেছে মাইকেল ক্লার্কের দল। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের ফাইনালে অস্ট্রেলিয়াকে জয়ের জন্য ১৮৪ রানের টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড। ৪৫ ওভারে মাত্র ১৮৩ রানে অলআউট হয়েছে ব্র্যান্ডন ম্যাককুলামের দল। জবাবে ৩৪তম ওভারের প্রথম বলে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৪৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৮৩ রান করতে সক্ষম হয় নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের গ্রান্ড ইলিয়ট ওয়ানডে ক্যারিয়ারের ৯ম হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন। আউট হওয়ার আগে ৮২ সর্বোচ্চ ৮৩ রান করেন। ১ ছক্কা ও ৭টি চারের মার রয়েছে তার ইনিংসে। রস টেইলর ৭২ বলে ৪০ রান করেন। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে জেমস ফকনার ও মিচেল জনসন ৩টি করে উইকেট নিয়েছেন। এছাড়া মিচেল স্টার্ক ২টি উইকেট পেয়েছেন।

রবিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শুরু হওয়া অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার শিরোপা জয়ের মহারণে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কিউই দলপতি ম্যাককালাম। শুরুতেই শূন্য রানে ফিরে যান ড্যাশিং ওপেনার ম্যাককালাম। ১ম ওভারের ৫ম বলেই দলীয় ১ রানের মাথায় মিচেল স্টার্কের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন ম্যাককলাম। এরপর ব্যাটিং করতে আসেন কেন উইলিয়ামসন। ১২তম অসি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের করা  ওভারের ২য় বলে আউট হয়ে সাজঘরে ফিরেন তিনি। গাপটিল ইনিংসের সমাপ্তির পর মাঠে নামেন রস টেইলর। ১৩তম ওভারের তৃতীয় বলে মিচেল জনসনের বলে তাকেই ক্যাচ দিয়ে বসেন উইলিয়ামসন। সাজঘরে ফেরার আগে উইলিয়ামসন করেন ৩৩ বলে ১২ রান। ৩৬তম ওভারে টেইলর-কোরির উইকেট তুলে নেন অজি অলরাউন্ডার জেমস ফকনার। আর ৩৭তম ওভারে রঞ্চির উইকেট তুলেন মিচেল স্টার্ক।

রঞ্চির উইকেটের পতনের পর খেলতে নামেন ড্যানিয়েল ভেট্টোরি। ভেট্টোরিকে নিয়ে ইলিয়ট আরেকটি পার্টনারশিপ গড়ার চেষ্টা করলেও তাতে বাধ সাধেন মিচেল জনসন। ৪১তম ওভারের শেষ বলে ভেট্টোরিকে ৯ রানের মাথায় সাজঘরে ফেরান তিনি। ফকনারের করা ৪২তম ওভারের পঞ্চম বলে দলীয় ১৭১ রানের মাথায় হাডিনকে ক্যাচ দিয়ে ফেলেন তিনি। ব্যাট-প্যাড গোছানোর আগে ইলিয়ট খেলেন ৮২ বলে ৮৩ রানের ঝলমলে ইনিংস।

লড়াই শুরুর আগে থেকেই বলা হচ্ছে, প্রথমবারের মতো শিরোপার স্বাদ নিতে প্রাণপণ লড়াইয়ে নামবে রিচার্ড হ্যাডলি-মার্টিন ক্রো’র নিউজিল্যান্ড, অন্যদিকে ঘরের মাঠের সুবিধা নিয়ে পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করতে চাইবে অস্ট্রেলিয়া। শুরু থেকেই দুর্দান্ত দাপটের সঙ্গে খেলছে এবারের বিশ্বকাপের সহযোগী আয়োজক নিউজিল্যান্ড। পুরো টুর্নামেন্টে ব্ল্যাকক্যাপসরা অপরাজিত থেকে স্বপ্নের ফাইনালের টিকিট নিশ্চিত করেছে। আর বিশ্বকাপের আসরে এবারই প্রথম ফাইনালে উঠলো কিউই বাহিনী। চলতি বিশ্বকাপে গ্রুপ পর্বের খেলায় অস্ট্রেলিয়াকেও এক উইকেটে হারিয়েছিল তারা। কিউইদের সব খেলোয়াড়ই রয়েছেন সেরা ফর্মে। ব্যাটিং-বোলিং সব ক্ষেত্রে অলরাউন্ডিং নৈপুণ্য দেখিয়ে দলকে ইতিহাসের সাক্ষী হওয়ার দোরগোড়ায় নিয়ে এসেছে ম্যাককালাম বাহিনী।

cঅন্যদিকে, গ্রুপ পর্বের পাঁচ (বাংলাদেশের সঙ্গে ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় পয়েন্ট ভাগাভাগি) খেলায় ৪টি জয় এবং কোয়ার্টার ও সেমিফাইনালের বাধা পেরিয়ে শিরোপার শেষ ময়দানে এসেছে অস্ট্রেলিয়া। সেমিফাইনালে তারা গতবারের চ্যাম্পিয়ন ভারতকে ৯৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে।

এ বিশ্বকাপের আগ পর্যন্ত ৬ বার বিশ্বকাপে ফাইনাল খেলার অভিজ্ঞতা রয়েছে অজিদের। এর মধ্যে চারবারই বিশ্বচ্যাম্পিয়নের মুকুট পরেছে তারা। ইতিহাস-পরিসংখ্যান অজিদের পক্ষে হলেও পুরো টুর্নামেন্টের পারফরম্যান্স বিচারে নিউজিল্যান্ডকে নিয়ে নতুন করে গেম প্ল্যান করতে হচ্ছে মাইকেল ক্লার্ক বাহিনীকে। অস্ট্রেলিয়ার সাবেক লিজেন্ডরাও এজন্য দলকে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে উৎসাহ দিচ্ছেন।

নিজেদের মাটিতে শেষ সাতবারের দেখায় সবক’টায় টস হেরেছে অজিরা। তবে টস হারলেও জয় তুলে নিয়েছে পাঁচটিতে। আর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে গত পাঁচ বছরে ১২টি খেলার দু’টো বাদে সবক’টিতেই জিতেছে অজিরা।
একদিনের আন্তর্জাতিক ম্যাচে দু’দলের মোট ১২৫ বার দেখা হয়েছে। এর মধ্যে ৮৪টিতে অজিরা এবং ৩৫টিতে ব্লাক ক্যাপরা জয় পেয়েছে। বাকি ছয় খেলার কোনো ফলাফল আসেনি। ইতিহাস-পরিসংখ্যানেরই পুনরাবৃত্তি ঘটবে, নাকি নতুন ইতিহাস রচিত হবে, তার জন্য রোববারের এ মহারণের সাক্ষী হতে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে যেমন ৮০-৯০ হাজার দর্শক উপস্থিত থাকছেন, তেমনি বিশ্বজুড়ে টেলিভিশনের পর্দায় চোখ রাখছেন কোটি ক্রিকেটভক্ত।