
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩ জন অসুস্থ চলচ্চিত্র ব্যক্তিত্ব ও একজন বংশীবাদককে আর্থিক সহায়তা প্রদান করে আবারো মহত্বের পরিচয় দিয়েছেন। তারা তাদের মেধার মাধ্যমে সারাজীবন সাধারণ মানুষকে বিনোদন দিয়েছেন। টেলিসামাদ খ্যাত অসুস্থ চলচ্চিত্র অভিনেতা আবদুস সামাদ, চলচ্চিত্র পরিচালক শহীদুল ইসলাম খোকন, রঙিন রূপবান ছবির অভিনেতা আবদুস সাত্তার এবং বংশীবাদক বাসুদেব দাসকে আর্থিক সহায়তা প্রদান করেছেন তিনি।
আজ সেমাবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তাদের প্রত্যেকের পরিবারের কাছে ২০ লাখ টাকা করে সঞ্চয়পত্র তুলে দেন তিনি।
বংশীবাদক বাসুদেব দাস বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর কন্যা শেখ হাসিনার কাছে জাতীয় পতাকা তুলে দিয়েছেন। এখন এই পতাকা রক্ষা করা ও জাতির মর্যাদা সমুন্নত রাখা তাঁর দায়িত্ব ও কর্তব্য।
অশ্রুসজল নয়নে আবদুস সাত্তার বলেন, রঙিন রূপবানসহ বিভিন্ন চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন। তিনি বঙ্গবন্ধুর ওপরও একটি চলচ্চিত্র তৈরি করেছেন। তিনি বলেন, আজ আমি গর্ব অনুভব করছি। কারণ বঙ্গবন্ধুর কন্যা আমার দুর্দিনে আর্থিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছেন।
অনুষ্ঠানে অসুস্থ চলচ্চিত্র পরিচালক শহীদুল ইসলাম খোকনের স্ত্রী জয়া চৌধুরী তার স্বামীর শারিরীক অবস্থা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এসময় অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী এবং বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল উপস্থিত ছিলেন।