শুক্রবার ২ জুন ২০২৩ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

শিশুদেরকে সু-শিক্ষিত করতে হলে পিতা মাতার ভূমিকা বেশী রাখতে হবে-প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী

শেখ সাবীর আলী, ষ্টাফ রিপোর্টার, ফুলবাড়ী : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেছেন, দেশে শিক্ষার হার আগের চেয়ে অনেক বেড়ে গেছে। গ্রাম গঞ্জে এখন স্কুলের কোন অভাব নেই। প্রধান মন্ত্রী শিক্ষাকে গুরুত্ব দিয়ে শিক্ষার হার বৃদ্ধির জন্য শিক্ষা খাতে ব্যয় বৃদ্ধি করেছেন। এখন আপনাদের শিশুদেরকে সুশিক্ষিত করে গড়ে তুলতে হলে পিতা মাতার ভূমিকা বেশী রাখতে হবে।
শুক্রবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার শিবনগর ইউপির আমডুঙ্গির হাট হইতে পাটক পাড়া রাস্তা পাকাকরণ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষা খাতকে গুরুত্ব দিয়ে ৩২ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। প্রত্যেকটি স্কুলের শিশুদেরকে বৃত্তি প্রদান করা হবে। আমাদের সরকার ২০১৬ সালের মধ্যে বাংলাদেশকে এশিয়ার মধ্যে একটি মডেল দেশ হিসেবে গড়ে তুলবে। ইতিমধ্যে ২৫ হাজার কোটি টাকা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু তৈরি করছে। ঢাকায় ভূ-গর্ভস্থ পাতাল ট্রেন নির্মাণের নকশা প্রণয়ন করা হয়েছে। ইতিমধ্যে পাতাল ট্রেনের কাজ শুরু হবে।
মন্ত্রী বলেন, দেশের কোথাও কোন জায়গায় স্কুল করা বাকি নেই। আমরা প্রত্যেক শিশুকে সু-শিক্ষিত করে গড়ে তুলতে চাই। মাদক এই এলাকা থেকে নিমূল করতে হবে। যাতে আপনার আমার শিশুরা এই মাদকে আসক্ত হতে না পারে সেই দিকে পিতা মাতা ও সমাজে সবাইকে সচেতন হতে হবে। পাশাপাশি প্রত্যেক ইউনিয়নে প্রযুক্তিতে বাংলাদেশ এগিয়ে যাওয়ার জন্য প্রযুক্তি কেন্দ্র তৈরি করা হচ্ছে। সেখানে সকলে প্রযুক্তি বিষয়ে শিক্ষা নিয়ে নিজের পায়ে দাড়াতে পারে সে ব্যবস্থা আমাদের সরকার করছে।
তিনি আরো বলেন বিগত বিএনপি সরকার ক্ষমতায় থেকে দেশকে তলিয়ে দিয়েছেন। রাষ্ট্রের কোটি কোটি টাকা লুটপাট হয়েছে। উন্নয়ন হয়নি। আমি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসার পর এই সরকারের মন্ত্রীত্ব পেয়ে আমি সরকারের উন্নয়ন মূলক কাজগুলি এগিয়ে নিয়ে যাচ্ছি। এই এলাকার কোন জায়গা পাকা করণ হয়নি এমন কথা কেউ যেন বলতে না পারে। আমি গ্রাম থেকে শহর পর্যন্ত প্রত্যেকটি রাস্তা পাকা করেছি। আজকে আপনারা যেখানে দাড়িয়ে আছেন সেখানে এক বার মনকে জিজ্ঞাসা করুন আমি কি উন্নয়ন করেছি। যদি উন্নয়ন কাজ করে থাকি তাহলে অবশ্যই আপনারা আমাকে ভাল বলবেন। আমি শুধু এই এলাকার মন্ত্রী নই। সারা বাংলাদেশের মন্ত্রী। আগামী ১ বৎসরের মধ্যে প্রত্যেকটি গ্রামে বিদ্যুৎ পৌছে দেওয়া হবে। যাতে গ্রাম গঞ্জের মানুষ বিদ্যুতের জন্য অপেক্ষা করে না থাকে।
আমডুঙ্গির হাট হইতে পাটকপাড়া পর্যন্ত রাস্তা পাকাকরণের শুভ উদ্বোধন শেষে  ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব কেনান উদ্দিন শাহ্র সভাপতিত্বে এক জনসভা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ খলিলুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ হায়দার আলী শাহ্, সাধারণ সম্পাদক মোঃ মুশফিকুর রহমান বাবুল, ফুলবাড়ী উপজেলা প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, শিবনগর ইউপি চেয়ারম্যান মোঃ হারুনুর রশিদ, কাজিহাল ইউপি চেয়ারম্যান মোঃ মানিক রতন, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাক আহম্মেদ। উদ্বোধনী অনুষ্ঠানের জনসভায় স্থানীয় আওয়ামীলীগের নেতা কর্মী, সরকারি কর্মকর্তাগণ, স্থানীয় সুধিজন, ইলেকট্রিক ও প্রিন্টিং মিডিয়ার সাংবাদিক বৃন্দ।