
দিনাজপুর প্রতিনিধিঃ
জাতীয় সংসদের মাননীয় হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, আজকের শিশুরাই দেশের আগামীদিনের কর্ণধার। শিশুদের ভবিষ্যত নিয়ে বর্তমান সরকার যথেষ্ঠ যত্নশীল। তাদের জীবনের প্রারম্ভে যদি জাতীয় কবি নজরুল ইসলামের সুন্দর বাংলাদেশকে দু’নয়ন ভরে দেখতে না পারে, তবে দেশের ভবিষ্যত রূপরেখা আশানুরূপ সম্ভব নয়। তিনি আরও বলেন, শিশুদের অন্ধত্ব থেকে পরিত্রাণে অরবিস ইন্টারন্যাশনাল যেভাবে এগিয়ে এসেছে, সেজন্য তাদের ধন্যবাদ জানানো উচিত আমাদের সকলের। তিনি দিনাজপুর সদরের গত ৫ বছরের বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ডের উদ্ধৃতি দিয়ে চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রকল্পের উদ্বোধন ঘোষনা করেন।
গতকাল ২৫ মার্চ মঙ্গলবার সকালে দিনাজপুর গাওসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতাল প্রাঙ্গণে তাদের ও অরবিস ইন্টারন্যাশনাল’র যৌথ আয়োজনে শিশুদের চক্ষু রোগ নিরাময় প্রকল্প উদ্বোধণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো তিনি ব্যক্ত করেন। অনুষ্ঠানে চক্ষু হাসপাতালের চেয়ারম্যান ও দিনাজপুর জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন হাসপাতাল পরিচালনা কমিটির সা. সম্পাদক ডা. চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী, সিনিয়র কনসালটেন্ট ডা. আইএফএম শহীদুল ইসলাম খান, ডিরেক্টর অব প্রোগ্রাম মো. আলাউদ্দিন জাবের ও সদর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মো. ফরিদুল ইসলাম। হাসপাতালের প্রশাসনিক শাখার ব্যবস্থাপক মো. শফিকুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক মো. আজিজুল ইমাম চৌধুরী, এনজিও বিষয়ক ব্যুরো, ঢাকাস্থ ডাইরেক্টর জেনারেল নুরুন নবী তালুকদার, ন্যাশনাল আই কেয়ার’র প্রোগ্রাম ম্যানেজার এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব অবথালমোলজি ও হাসপাতালের শিশু চক্ষু বিভাগ’র বিভাগীয় প্রধান অধ্যাপক এ এইচ এম এনায়েত হোসেন, অরবিস ইন্টারন্যাশনাল (বাংলাদেশ) এর কান্ট্রি ডিরেক্টর ডা. মুনির আহম্মেদ।