শনিবার ২ ডিসেম্বর ২০২৩ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

‘‘শিশু অধিকার ও বাল্য বিবাহ প্রতিরোধ’’ বিষয়ক গোল টেবিল বৈঠক

রফিক প্লাবন, স্টাফ রিপোর্টার : দিনাজপুরে ‘‘শিশু অধিকার ও বাল্য বিবাহ প্রতিরোধ’’ বিষয়ক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 

গতকাল রোববার সকাল ১১ টায় দিনাজপুর প্রেসক্লাব হল রুমে অনুষ্ঠিত মমতা পল্লী উন্নয়ন সংস্থা ও ওয়ার্ল্ড ভিশন এর আয়োজনে মমতা পল্লী উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক ও দিনাজপুর জেলা প্রতিবন্ধি উন্নয়ন সংস্থার সাধারন সম্পাদক মোঃ ইয়াকুব আলী’র সভাপতিত্বে ঙগোল টেবিল বৈঠকে দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, ওয়ার্ল্ড ভিশন এর প্রজেক্ট ম্যানেজার শিক্ষা ডায়মন্ড জে ঘাগ্রা, সুইহারী বায়তুল মামুর জামে মসজিদের খতিব মোঃ জয়নুল আবেদীন উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

 

বক্তরা বলেন, আমাদের দেশ স্বাধীন সার্বভৌম দেশ। আমরাও এগিয়ে যেতে চাই। বর্তমানে আমরা অনেকটাই এগিয়ে এসেছি। কিন্ত শিশুর যে অধিকার তা এখনো আমাদের দেশের অনেকে শিশুই জানে না। আর সে জন্য বিভিন্ন সমস্যার কারনে আমাদের দেশে শিশুরা অল্প বয়সে খুব ঝুকিপূর্ন কাজে লেগে যায়। যদিও এটা একবারে প্রতিরোধ করা সম্ভব নয়। তবে আমাদের সকলের চেষ্টায় শিশুরা যেন তাদের অধিকার ফিরে পায় সে দিকে সজাগ থাকতে হবে।

 

বাল্য বিবাহ সমন্ধে বক্তারা বলেন, আমাদের দেশে বাল্য বিবাহের মূল কারন হচ্ছে দারিদ্রতা। তাই বিভিন্ন সময়ে খুব অল্প বয়সে মেয়ের বিয়ে দিয়ে দেন অভিভাবকরা। তবে বাল্য বিবাহ হলে ছেলে মেয়ে দু’ জনেরই ক্ষতি। সেদিকে আমরা যারা সচেতন নাগরিক সমাজে বসবাস করি আমাদের সকলকে খেয়াল রাখতে হবে। আর নিজেদের পরিবার থেকে বাল্য বিবাহ প্রতিরোধে সচেতন হতে হবে।

 

গোল টেবিল বৈঠকে সুশীল সমাজ ও ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে মুক্ত আলোচনায় অংশ নেন মোঃ আনোয়ারুল আজিম, জিএম তারেক, আরফিন আরা জেসমিন, গোলাম কিবরিয়া, শহিদুল ইসলাম প্রমুখ। তারা বলেন, যদিও শিশু অধিকার ও বাল্য বিবাহ এই সমস্যা গুলো একবারে প্রতিরোধ করা সম্ভব নয় তবে আমরা যারা সচেতন ব্যক্তি সমাজে বাস করি তাদের সকলের একান্ত প্রচেষ্টায় শিশু অধিকার ও বাল্য বিবাহ নিয়ন্ত্রন হবে।

 

 

 

Spread the love