বৃহস্পতিবার ১ জুন ২০২৩ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

শিশু ধর্ষন চেষ্টার অভিযোগে ২ যুবক আটক

রফিকুল ইসলাম ফুলাল : ৪ বছরের শিশু ধর্ষন চেষ্টার অভিযোগে দিনাজপুর কোতয়ালী থানা পুলিশ দুই ধর্ষককে আটক করে আদালতে সোর্পদ করেছে।

দিনাজপুর কোতয়ালী থানা পুলিশ জানিয়েছে, গতকাল দুপুরে শহরের সুইহারী মোড় এলাকা থেকে ৪ বছরের শিশু ধর্ষন এর এজাহারভুক্ত আসামী বাধন(১৯) ও সবুজ (১৯)কে আটক করেছে পুলিশ। আটক যুবকেরা শহরের ঘাসিপাড়া মহল্লার জহুরুল ইসলাম ও এন্তাজ আলীর পুত্র। জিজ্ঞাসাবাদ শেষে  বিকেলেই পুলিশ আসামীদের আদালতে সোর্পদ করলে আদালতে তাদের জেলহাজতে প্রেরন করেছে।

আসামীদের বিরুদ্ধে গতকাল সকালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ঘাসিপাড়া মহল্লার ফাতেমা বেগম।

উল্লেখ্য গত ১২ জুন ঘাসিপাড়ার বাড়ীতে মায়ের অনুপস্থিতিতে শিশুটিকে যুবকদ্বয় ধর্ষনের চেষ্টা করলে এ সময় শিশুটির চিৎকারে এলাকার লোকজন ঘঁটনাস্থলে আসলে তারা পালিয়ে যায়।