
রতন রায়, দিনাজপুর প্রতিনিধি : বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের ইম্প্যাক্ট প্লাস শিশুদের উদ্যাগে শিশু সহিংসতা ও শিশু বিবাহ প্রতিরোধে একটি সচেতনতামূলক নাটিকা পরিবেশন করা হয় । ইম্প্যাক্ট প্লাস টগর দলের শিশুরা তাদের নিজ উদ্যোগে এ আয়োজন করে । নাটিকাটি মঞ্চস্থ নিজপাড়া ইউনিয়নের কৈকুড়ি গ্ৰামের শিবমন্দির প্রাঙ্গনে । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের সাবেক ওয়ার্ড মেম্বার ও বীরমুক্তিযোদ্ধা খগেন্দ্রনাথ রায় , নিজপাড়া ইউনিয়নের প্রোগ্রাম অফিসার ডরিস হাসদা, ধর্মীয় নেতৃবৃন্দ ও গ্রাম উন্নয়ন কমিটির সদস্য এবং অত্র এলাকার অন্যান্য শিক্ষার্থীবৃন্দ, এলাকাবাসী। বীরমুক্তিযোদ্ধা খগেন্দ্রনাথ বলেন নিজপাড়া ইউনিয়ের দাড়িয়াপুর গ্ৰামকে ইতি মধ্যে আমরা বাল্যবিবাহমুক্ত ঘোষনা করেছি , পাশাপাশি আমাদের কৈকুড়ি গ্ৰামকেও বাল্যবিবাহ মুক্ত দেখতে চাই।কিন্তু শুধু ঘোষনা করলেই হবে না।বাল্যবিবাহ প্রতিরোধে আমাদের সকলকে সচেতন হয়ে এক সাথে এক যোগে কাজ করতে হবে।আপনারা সবাই জানেন বাল্যবিবাহের কুফল।তাই অভিভাবকদের প্রতি অনুরোধ রইল আপনার সন্তানকে অল্প বয়সে বিয়ে দেবেন না।তাকে স্কুলে যেতে উৎসাহ দিন।তিনি আরো বলেন, সামাজের মঙ্গলের জন্য বাল্য বিবাহ প্রতিরোধে কাজ করতে সকলকে একসাথে কাজ করতে হবে। তিনি বলেন আমার গ্ৰাম , আমার দায়িত্ব, শিশুর জীবন হোক বাল্যবিবাহ মুক্ত।
পরিশেষে তিনি ওয়ার্ল্ড ভিশন, বাংলাদেশ, বীরগঞ্জ এ পি কে ধন্যবাদ জ্ঞাপন করেন।