সোমবার ৫ জুন ২০২৩ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

শিশু মীর্জা সাদিয়া বাঁচাতে এগিয়ে আসুন

মোবারক বিশ্বাস, পাবনা : আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে। সেই শিশুই আজ অসুস্থ্য। আর অসুস্থ্য শিশু মীর্জা সাদিয়া তুত তায়বার পিতা-মাতা পাগল প্রায়। শিশুকে সুস্থ্য করে তুলতে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন। শুধু মাত্র তাদের একটি চাওয়া, তার শিশুটি যেন সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। তাই তো লজ্জা, আত্বসম্মানবোধ সব কিছুকেই বিসর্জন দিয়ে মানুষের দ্বারে দ্বারে রাত দিন ঘুরছেন। তাদের এখন একটিই স্বপ্ন তাদের আদরের মানিক যেন সমাজের বিত্তবানদের সহযোগিতায় বেড়ে উঠতে পারে। পাবনা সদর উপজেলার পৌর আতাইকুলা রোডের শালগাড়িয়ার বাসিন্দা মীর্জা আইনুল ইসলাম তাদের দাম্পত্য জীবনে কোল জুড়ে আসে ফুটফুটে কন্যা সন্তান তায়বা। মাত্র ৩ বছর বয়সে ধরা পড়ে মরন ব্যাধী গ্লাইকোজন স্টোরেজ ডাইজেস। ভারতের এ্যাপোলো হসপিটাল কতৃপক্ষ জানিয়েছে তিন মাসের মধ্যে লিভার প্রতিস্থাপন বা সংযোজন করতে না পারলে শিশু তায়বাকে বাঁচানো সম্ভব না। তাদের আদরের মানিককে সুস্থ্য করে তুলতে লাগবে ৬০ লাখ টাকা। বাবা মায়ের সব হিসাব নিকাশ শেষ করে দিয়ে পরিবারের মধ্যে চলছে শুধুই হতাশা। যা সংগ্রহ করা তাদের একার পক্ষে সম্ভব না।

তাই তো সমাজের বিত্তবানদের দ্বারে দ্বারে ঘুরছে তাদের জন্মদাতা বাবা ও গর্ভধারীনি মা। সমাজের দয়াবানদের সহায্যেই স্বাভাবিক জীবনে ফিরে আসবে শিশু তায়বা। শিশু তায়বাকে বাঁচাতে ও সাহায্যের আবেদন পাঠাতে এই ঠিকানায় যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। মীর্জা সাদিয়া তুত তায়বা, পিতা-মীর্জা সামসুল ইসলাম, মাতা মোছাঃ সোনিয়া খানম, আতাইকুলা রোড, শালগাড়িয়া, থানা ও জেলা-পাবনা। সাহায্যে পাঠানোর জন্য সিটি ব্যাংক, পাবনা শাখা, মীর্জা আইনুল হোসেন একাউন্ট নং-২১০১৭০৩৩৫৭০০১, ডাচ বাংলা ব্যাংক পাবনা শাখা, মোছাঃ সোনিয়া খানম একাউন্ট নং-১৬৯১৫১৫০৮৮৬। মোবাইল নং-০১৭১৬-৫০৫১৭৪, ০১৭৩৭-৭১৫৯৮৮। শিশু তায়বার নিয়মিত চেক আপের জন্য বর্তমানে ভারতের এ্যাপোলো হাসপাতালে অবস্থান করছেন।