মঙ্গলবার ৩০ মে ২০২৩ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে স্বর্ণালংকারসহ ৫ লক্ষাধিক টাকা চুরি পুলিশের বিশেষ অভিযানে জেএমবিসহ গ্রেফতার-১০৬

মোঃ আবেদ আলী, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : বীরগঞ্জ থান সুত্রে জানা গেছে, পৌরসভার ৭নং ওয়ার্ডের বাসিন্দা সাংবাদিক আব্দুল ওয়ারেছ জানান, গত শুক্রবার ইফতারের দাওয়াত খেয়ে বাড়ীতে ফিরে দেখি ঘরের দরজা খেলা অজ্ঞাত চোরেরা গ্রীল কেটে বাড়ান্দায় উঠে ছিটকিনী ভেঙ্গে ঘরে ঢুকে ষ্ট্রিলের ও ওয়ার ড্রপের ড্রয়ার ভেঙ্গে ৯ ভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ৫ লক্ষাধিক টাকা অজ্ঞাত চোরেরা চুরি করে। তারা ঘরের মালামাল তছনছ করে ছড়িয়ে-ছিটিয়ে ফেলে রেখে পালিয়ে গেছে। সংবাদ পেয়ে পুলিশের এসআই আযম হোসেন প্রধান ও উত্তম কুমার  তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওসি মোঃ জাহাঙ্গীর হোসেন সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে জেএমবি সদস্য-২জন, আদালতের আদেশে ৭৭জন, রিকল ১৭জন, নিয়মিত মামলায় ৬জন, ভ্রাম্যমান ৪জন, জিআর ৫জন ও সিআর মামলায় ২জন সহ ৭জুন থেকে ১৭জুন পর্যন্ত ১০দিন বিশেষ অভিযান চালিয়ে ১০৬জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ ১৬৫ লিটার দেশী মদ (চুয়ানী) উদ্ধার করেছে। ওসি মোঃ জাহাঙ্গীর হোসেন সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।