
তিনি বলেন, এ লক্ষ্যে ইতোমধ্যেই ভারতের ফুলবাড়ী স্থলবন্দরে অবকাঠামো নির্মাণ কাজ শুরু হয়েছে। কাজটি শেষ হলেই এ বন্দর দিয়ে মানুষ পারাপার চালু হবে।
আট সদস্যের প্রতিনিধি দলটি ভারতের ফুলবাড়ি হয়ে বাংলাবান্ধায় ঢুকলে ভারতের সহকারী হাই কমিশনার সন্দীপ মিত্র, পঞ্চগড় জেলা প্রশাসক মোহাম্মদ সাল্হাউদ্দিন, ১৮ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এটিএম নাজমুল হুদা, পুলিশ সুপার আবুল কালাম আজাদ, কাস্টমসের সহকারি কমিশনার আব্দুল আলীম তাদের স্বাগত জানান।
এরপর তাঁরা বন্দর কর্তৃপক্ষ, কাস্টসম কর্মকর্তা ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বন্দরের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।