বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

শীতের কাপড় কিনতে বীরগঞ্জে ফুটপাতে ভীড় বাড়ছে ক্রেতাদের

সোহেল আহমেদ, ষ্টাফ রিপোর্টার ॥ দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা হিমালয়ের পাশ্ববর্তী অঞ্চল হওয়ায় এই এলাকায় কুয়াশাচ্ছন্ন সকাল। হিমেল হাওয়ার সাথে শীতের কোমল অনুভূতির বার্তা জানান দেয় শীতের বার্তা। কার্তিকের শুরুতেই শীতের আমেজ শুরু হয়েছে পুরো এলাকায় জুড়ে। শীতের কাপড় কিনতে বীরগঞ্জে ফুটপাতে ভীড় বাড়ছে ক্রেতাদের।

মঙ্গলবার (৩১ অক্টোবর) ২০২৩ বিকেলে শীতের গরম কাপড় কেনা-কাটায় বীরগঞ্জের বিভিন্ন হাট বাজার মার্কেট গুলোতে প্রতিনিয়ত ভীড় জমাচ্ছেন সব-বয়সের নারী পুরুষেরা। শীতের শুরুতে দাম কম হওয়ায় বিশেষ করে পুরাতন কাপড়ের দোকানে ব্যাপক চাহিদা লক্ষ্য করা গেছে।
পুরাতন কাপড় বিক্রেতা মিন্টু জানান, আমার দোকানে ছোট বাচ্চাদের শীতের পোশাক বেশি বিক্রি হচ্ছে । প্রতি পিস কাপড় ৫০ -১০০ টাকায় বিক্রি করছি শীত যত বাড়বে বিক্রি তত বেশি হবে।
শীতের কাপড় কিনতে আসা শেফালী বেগম জানান, যদিও পুরোদমে শীত আসেনি, কিন্তু শহরের তুলনায় গ্রামে একটু শীত শীত অনুভব করা যাচ্ছে তাই পরিবারের সদস্যদের জন্য শীতের পোশাক কিনতে আসলাম।
সমাজ কর্মী মোহাম্মদ আলী জানান হিমালয়ের পাশ্ববর্তী জেলা হওয়ায় অন্যান্য জেলার তুলনায় এই এলাকায় শীতের প্রকোপ বেশী এবারে কার্তিকের শুরুতেই যে হারে শীতে অনুভব করছি তবে গতবারের তুলনায় এ বছর শীত বেশি হবে বলে মনে হচ্ছে।
বীরগঞ্জ পৌরসভার মেয়র মোশাররফ হোসেন বাবুল জানান, প্রতিদিন তাপের তীব্রতা কমে আসছে। বাড়ছে শীত। শীতে প্রতিবছর সরকারী ভাবে শীত বস্ত্র বিতরণ করা হয়। আমিও ব্যক্তিগত ভাবে হত দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করি। গতবারের ন্যায় এবারও যথাসাধ্য দুঃস্থ, অসহায় মানুষের থাকবো।

Spread the love