
কাশী কুমার দাস : গতকাল দিনাজপুর সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নের অন্তর্গত শতবছরের পুরাতন ঐতিহ্যবাহী হিন্দু সম্প্রদায় ব্যবহার্য জ্যোস্না বারনী শ্বশান ঘাট পরিচালনা কমিটি শতশত ভক্তবৃন্দের মাধ্যমে এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পুর্নগঠিত হয়। শ্বশানের উন্নয়ন, হিন্দু সম্প্রদায়ের দাহসেড সহ মন্দির নির্মাণকল্পে পরিচালনা কমিটি কাজ করে যাবে। উক্ত স্থানে প্রতি বছর হাজার হাজার ভক্তবৃন্দের সমাগমে বারনী মেলা, মধ্যাহ্ন ভোজ ও পূর্ণার্থীদের বারনী স্নান অনুষ্ঠিত হয়ে আসছে জ্যোস্না বারনী ত্রিপনী ঘাটে। সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উপেন্দ্রনাথ অধিকারীর সভাপতিত্বে ২৩ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ জ্যোস্না বারনী শ্বশান ঘাট পরিচালনা কমিটি গঠন করা হয়। কমিটির নির্বাচিত সদস্যরা হলেন সভাপতি- সাবেক ইউপি চেয়ারম্যান উপেন্দ্রনাথ অধিকারী, সহসভাপতি- বাবু মনিন্দ্রনাথ রায়, সাধারণ সম্পাদক- ডা. রাজকুমার রায়, সহসাধারণ সম্পাদক- বাবু রবীন্দ্রনাথ রায়, কোষাধ্যক্ষ- বাবু মঙ্গল চন্দ্র রায়, সহকোষাধ্যক্ষ- বাবু দেবেশ চন্দ্র রায় ও প্রচার সম্পাদক ও সিডিসির নির্বাহী পরিচালক যাদব চন্দ্র রায়। এছাড়াও কার্য নির্বাহী পরিষদের সদস্যগণ হলেন- বাবু মনি শংকর রায়, বাবু অজিত অধিকারী, বাবু দুর্গা মোহন রায়, বাবু কিশোর অধিকারী, বাবু মনোরঞ্জন রায়, বাবু অশোক কুমার রায়, বাবু রতন কর্মকার, বাবু সুশেন চন্দ্র সরকার, বাবু সুধীর চন্দ্র রায়, বাবু আশুতোষ রায় ফনী, বাবু নেপাল চন্দ্র রায়, বাবু ননীগোপাল রায়, বাবু বিমল চন্দ্র সরকার, বাবু সুভাষ চন্দ্র রায় ও বাবু হৃদয় চন্দ্র রায়। উপদেষ্টা মন্ডলীর সদস্যগণ হলেন- বাবু বিশ্বজিত ঘোষ কাঞ্চন, বাবু কিশোর কুমার রায়, হাসমিন লুনা, মোঃ বাবুল আক্তার, ইউপি চেয়ারম্যান- মোঃ ফরিদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান- আরিফ আলী তালুকদার ডাভলু, মোঃ মকসেদ আলী, বাবু নগেন্দ্রনাথ রায়, জ্যোস্না রাণী রায়, বাবু উপেন্দ্রনাথ রায়, বিনোদ চন্দ্র রায়, বাবু হৃদয় চন্দ্র সরকার, রবীন্দ্রনাথ অধিকারী, ডা. রাজেন্দ্রনাথ কর্মকার ও বাবু বিশ্বনাথ রায়।