রবিবার ১ অক্টোবর ২০২৩ ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

শেখ রাসেল আজ বাংলাদেশের মানুষের কাছে অনন্য ভালবাসার নাম

জিন্নত হোসেন : অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ তৌফিক ইমাম বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র শেখ রাসেল আজ বাংলাদেশের শিশু-কিশোর, তরুন, সুভবুদ্ধি-বোধসম্পন্ন মানুষের কাছে অনন্য ভালবাসার নাম। অবহেলিত, পশ্চাৎপদ, অধিকার বঞ্চিত শিশুদের আলোকিত জীবন গড়ার প্রতিক হয়ে বাংলাদেশে বিস্তৃর্ণ জনপদে শেখ রাসেল আজ এক মানবিক সত্ত্বায় পরিণত হয়েছেন। মানবিক চেতনা সম্পন্ন মানুষ শেখ রাসেলের বিয়োগ-বেদনাকে হৃদয়ে ধারণ করে বাংলার প্রতিটি শিশুর-কিশোরের মুখে হাসি ফোটাতে প্রতিশ্রুতিবদ্ধ।

২০ অক্টোবর সোমবার দিনাজপুর শিশু একাডেমী অডিটোরিয়ামে বাংলাদেশ শিশু একাডেমী দিনাজপুর জেলা শাখা আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫০তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ তৌফিক ইমাম এসব কথা বলেন।

দিনাজপুর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ সাইফুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিষেশ অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মোঃ ছফর আলী, সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম ও বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পদক মনিরুজ্জামান জুয়েল। বক্তব্যে বিশেষ অতিথিরা বলেন, ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট ঘাতকদের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পাননি জাতির জনক বঙ্গবন্ধুর নিষ্পাপ শিশুপুত্র শেখ রাসেল। জাতির জনকের অন্যান্য সদস্যদের সঙ্গে নর পিশাচরা নিষ্ঠুরভাবে তাকেও হত্যা করেছিল।

আলোচনা সভা শেষে শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। অনুষ্ঠান পরিচানা করেন চেহেলগাজী স্কুল এন্ড কলেজ এর শিক্ষক মোঃ ওবায়দুর রহমান ও আস্করপুর মনসুর চৌধুরী দাখিল মাদ্রাসার শিক্ষক মোঃ মোতাহার হোসেন। শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

 

Spread the love