সোমবার ২৯ মে ২০২৩ ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

শেখ হাসিনার উন্নয়ন অব্যাহত রাখতে অশুভ শক্তিকে বিনাশ করতে হবে-এমপি গোপাল

ফজিবর রহমান বাবু্ : জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও অগ্রগতিকে বিকাশিত করতে এ সাম্প্রদায়ের মানুষকেও এগিয়ে আসতে হবে। আর এ উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে যে কোন অশুভ শক্তিকে বিনাশ করতে হবে।

 

২১ অক্টোবর বুধবার রাতে হিন্দু ধর্মালম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দিনাজপুরের কাহারোল উপজেলার ১ নং ডাবোর ২ নং বসুলপুর, ৪ নং তারগা, ৬ নং রামচন্দ্রপুর ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদশর্নকালে এমপি গোপাল এসব কথা বলেন।

পূজা মন্ডপ পরিদর্শন উপস্থিত ছিলেন ৬ নং রামচন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান বাবলু, কাহারোল উপজেলার পূজা উদযাপন কমিটির সভাপতি গোপেশ চন্দ্র রায়, সাধারন সম্পাদক রাজেন্দ দেব নাথ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. হাফিজুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসিফ রেজা রুবেল ও বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম আহবায় মো. মেহেদি হাছান।