
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, দেশ নিয়ে যারা বার বার বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত থাকে তারা আজ রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শুধু ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি ও জামায়াত জোট বিশ্ব দরবারে বাংলাদেশকে নিয়ে যে রাজনীতি করতে চেয়েছিল তাতে তারা পরাস্থ হয়েছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ট ভুমিকা ও সাহসিকতার কারনে বাংলাদেশ সাফল্যের ধারায় এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, আমি জনগনের সেবা করার জন্য সব সময় প্রস্তুুত রয়েছি। যতদিন আমার দেহে প্রান আছে ততদিন মানুষের সেবা করে যাব। বর্তমানে দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করছে। দেশের কৃষকরা যেমন ফসলের নায্য মূল্য পাচ্ছে তেমনি ব্যবসায়ীরাও ব্যবসা করে লাভবান হচ্ছে। দেশের মানুষের মাথা পিছু আয় বেড়েছে।
আওয়ামীলীগ সরকার দেশের ও দেশের মানুষের কল্যান ও উন্নয়নের রাজনীতি করে বলেই বার বার এই দলটিকে জনগন ভোট দিয়ে ক্ষমতায় বসাচ্ছে। তিনি দেশের বৃহৎ খাদ্য ক্রয় কেন্দ্র সেতাবগঞ্জ এলএসডিকে ভবিষ্যতে সুযোগ পেলে সিএসডিতে উন্নিত করার ক্ষেত্রে তার পক্ষ থেকে সর্বাত্মকভাবে কাজ করবেন।
আজ সোমবার দুপুর ১২টার দিকে সেতাবগঞ্জ এল এসডিতে মেসার্স আয়েশা গ্রেইন মিল্স লিঃ ঢাকা ও সেতাবগঞ্জ চালকল মালিক বৃন্দের অর্থায়নে নব নির্মিত বর্ধিত অফিস ভবনের শুভ উদ্বোধন শেষে এক সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এছাড়া তিনি রবিবার সন্ধ্যায় সেতাবগঞ্জ পৌরসভাধীন শহীদপাড়া যুব সংঘ ও গণ পাঠাগারের শুভ উদ্বোধন করেন এবং এক সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারন সম্পাদক ও বিশিষ্ট মিল মালিক আফছার আলী, উপজেলা মিল মালিক গ্র“পের সভাপতি ফয়জুল আলম চৌধুরী বাবলু, ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মোঃ জহুরুল হক প্রমুখ।
এদিকে এমপি খালিদ মাহমুদ চৌধুরী সোমবার বিকাল ৩টায় বিরল উপজেলার পূনর্ভবা নদীতে কাঞ্চন রেল ব্রিজের নীচে দেশীয় জাতের মাছের পোনা অবমুক্ত করেন এবং বিকাল ৪ টায় বিরল উপজেলা চত্ত্বরের মুক্ত মঞ্চে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত ঈদুল আযহা ও শারদীয়া দূর্গা পূজা পরবর্তী পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
এসময় বিরল উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব সবুজার সিদ্দিকী সাগর, সাধারন সম্পাদক একেএম মোস্তাফিজুর রহমান বাবু, যুগ্ন সম্পাদক রমাকান্ত রায়, সাংগঠনিক সম্পাদক শফিকুল আযাদ মনি, যুব ও ক্রীড়া সম্পাদক মোশারফ হোসেন, পুজা উদযাপন পরিষদ বিরল উপজেলা সভাপতি বাবু যোগেন্দ্র নাথ রায়। পরে স্থানীয় ও চ্যানেল আই’এর সেরাকন্ঠ শিল্পীদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।