
এফ রহমান বাবু, দিনাজপুর :বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি মোতাহার হোসেন মোল্লা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করতে দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদেরকে ভূর্তুকি দিয়ে দেশের কৃষক সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে। যার কারনে দেশ আজ খাদ্যে সয়ং সম্পুর্নতার দিকে এগিয়ে যাচ্ছে। দেশ আজ খাদ্য রপ্তানী লায়ক দেশে পরিনত হয়েছে। যারা দেশকে ভালবাসেন তারা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হন। কারন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলের মুখে হাসি ফোটনোর জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
তিনি ৪ ডিসেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় দিনাজপুর বীরগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ‘‘বাংলাদেশ কৃষক লীগ’’ বীরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে কৃষক প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বীরগঞ্জ উপজেলার কৃষক লীগের সভাপতি মোঃ শিবলী সাদিক এর সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে ধারন করেই কৃষক লীগ আগামীতে আন্দোলনের সংগ্রামে এগিয়ে আসবে এবং দেশের স্বাধীনতাকে অটুট রাখবে। কারন তেভাগা আন্দোলনের সূত্রপাত হয়েছিল দিনাজপুর তথা উত্তরবঙ্গের কৃষকদের নেতৃত্বে। জননেত্রী শেখ হাসিনা কৃষকদের অতীতের আন্দোলনের কথা স্মরন করে সর্বোচ্চ সুযোগ সুবিধার সৃষ্টি করেছেন। কারন কৃষকদের আন্দোলনের মাধ্যমেই গড়ে উঠেছিল সেদিন তেভাগা আন্দোলন এবং ৭১-এ মুক্তিযুদ্ধ। কৃষক সমাজই পারে বঙ্গবন্ধুর আদর্শকে প্রতিষ্ঠিত করতে।
বিশেষ অতিথির বক্তব্যে দিনাজপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আজিজুল ইমাম চৌধুরী বলেন, বীরগঞ্জের মাটি হচ্ছে তেভাগা আন্দোলনের ঘাটি। তাই বীরগঞ্জের মাটিতে তেভাগা আন্দোলনের স্মৃতি স্তম্ভ তৈরী করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বীরগঞ্জ-কাহারোল হচ্ছে আওয়ামীলীগের ঘাটি যার কারনে এখানে আওয়ামীলীগের বিজয় নিশ্চিত হয়। জননেত্রী শেখ হাসিনার সরকার দেশের কৃষকদের ভাগ্য উন্নয়নের পরিবর্তন করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাকারিয়া জাকা।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদ এর সহ-সভাপতি মোঃ আব্দুল লতিফ তারিণ। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদ এর সাংগঠনিক সম্পাদক মোঃ আতিকুর হক আতিক, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদ এর সদস্য মোঃ শফিকুল হক জাদু।
বীরগঞ্জ উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোপাল চন্দ্র দেব শর্মা’র পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে সুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারনম্পাদক মোছাদ্দেক হোসেন।