
দিনাজপুর প্রতিনিধি : বিএনপি-জামায়াত আন্দোলনের নামে অনেক রাস্তা-ঘাট কেটে ও রেল লাইন উফরে ফেলে এ দেশের যোগাযোগ ব্যবস্থার ব্যাপক ক্ষতি করেছে। আর বর্তমানে শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বই ১৬ কোটি মানুষকে নতুন দিনের সন্ধান দিয়েছে
গত রবিবার সন্ধায় দিনাজপুর বীরগঞ্জ উপজেলার মোহাম্মদপুর ইউয়িনের ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, শহীদ মিনার, রাস্তা, ব্রীজ এর শুভ উদ্বোধন ও ৫ই জানুয়ারীর ১০ম জাতীয় সংসদ নির্বাচনে সন্ত্রাসীদের হামলায় ক্ষতিগ্রস্তদের মাঝে জাতীয় সংসদ সদস্য কর্তৃক আর্থিক সাহায্যের চেক, নগদ অর্থ ও বিদ্যুতের উদ্বোধন উপলক্ষে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল উপরোক্ত কথাগুলো বলেন।
মোহাম্মদপুর ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার কাজী মোহাম্মদ আলী, বীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাকারিয়া জাকা।
উক্ত জনসভায় উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলার কৃষক লীগের সাধারন সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান গোপাল চন্দ্র দেব শর্মা, বীরগঞ্জ উপজেলা প্রকৌশলী মোঃ ফিরোজ হাছান, ৭ নং মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান ওয়াহেদুর জামান বাদশা, কাহারোল উপজেলা ১ নং ডাবোর ইউনিয়নের চেয়ারম্যান বিশ্বজিৎ রায়, পল্লী বিদ্যুৎ এলাকা-১৫ পরিচালত আব্দুল হাই, কাহারোল উপজেলার পল্লী বিদ্যুতের এলকা-১১ পরিচালক মাজেদুর রহমান খোকন, দিনাজপুর পল্লী বিদ্যুৎ বীরগঞ্জ জোন ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ শাহিন চৌধুরী. ৭ নং মোহাম্মদপুর ইউনিয়নের আওয়ামীলীগের সাধারন সম্পাদক পরেশ চন্দ্র রায়, ৬ নং ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি ডাঃ মোঃ হাছান আলী, কাহারোল উপজেলার ১ নং ডাবোর ইউয়িনের আওয়ামীলীগের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম ১নং ডাবোর ইউয়িনের সাধারন সম্পাদক সত্যজিৎ রায়, কাহারোল উপজেলার স্বোচ্ছাসেবক লীগের সভাপতি আসিফ রেজা রুবেল, বীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের অন্যতম নেতা ইয়াসিন।
উক্ত অনুষ্ঠানে ৭ নং মোহাম্মদপুর ইউয়িনের ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, শহীদ মিনার, রাস্তা, ব্রীজ এর ১৪টি ফলকের উন্মচন ও ৫ই জানুয়ারীর ১০ম জাতীয় সংসদ নির্বাচনে সন্ত্রাসীদের হামলায় ক্ষতিগ্রস্তদের ১৫ জনের মাঝে ৩ লক্ষ ৫০ জাহার টাকা বিতরণ করেন জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।