সোমবার ৫ জুন ২০২৩ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

শেখ হাসিনা ইতিহাস ভুলে যাননি: সেতু মন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিহাস ভুলে যাননি। ইতিহাসের উপর দাঁড়িয়েই বাস্তবতার নিরিখে তিনি রাজনীতি করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার সাভারের হেমায়েতপুরে মহাসড়কের সংস্কার কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এসময়  জাসদ নিয়ে  সৈয়দ আশরাফুল ইসলামের করা এক মন্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, সৈয়দ আশরাফ কি বলেছেন, এগুলো সম্পূর্ণই তাদের নিজস্ব মন্তব্য।

এর আগে  সেতু মন্ত্রী সাভার-সিংগাইর সংযোগ সড়কের সংস্কার কাজ পরিদর্শন করেন। এসময় স্থানীয় তেতুঁলঝোড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ফখরুল আলম সমরসহ সড়ক ও জনপথের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।