মঙ্গলবার ৩০ মে ২০২৩ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

শেখ হাসিনা এশিয়া উপ-মহাদেশে ২য় বৃহত্তম হিন্দু ধর্মীয় তীর্থস্থান ঐতিহাসিক কন্তজিউ মন্দির সংস্কার কাজে ২৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন-এমপি গোপাল

মোঃ আবেদ আলী, বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি : জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, শেখ হাসিনা এশিয়া উপ-মহাদেশে ২য় বৃহত্তম হিন্দু ধর্মীয় তীর্থস্থান দিনাজপুরে ২৫ কোটি টাকা ব্যায়ে ঐতিহাসিক কন্তজিউ মন্দিরের সংস্কারের জন্য ২৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন।

জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল গত শনিবার ২৫ কোটি টাকা ব্যায়ে ঐতিহাসিক কন্তজিউ মন্দির সংস্কার কাজ পরিদর্শনকালে এসব কথা বলেন। ঐতিহাসিক কন্তজিউ মন্দিরের সংস্কার কাজ পরিদর্শনের সময় রামচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান মোঃ আতাউর রহমান বাবলু, উপজেলার পূজা উদযাপন কমিটির সভাপতি গোপেশ চন্দ্র রায়, সাধারন সম্পাদক রাজেন্দ্র দেব নাথ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হাফিজুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন, উপজেলা স্বেচছাসেবক লীগের সভাপতি আসিফ রেজা রুবেল ও বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম আহবায় মোঃ মেহেদি হাছান সহ দলীয় ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন । এমপি গোপাল সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানকে সংস্কার কাজ সঠিক ভাবে সম্পন্ন করবার জন্য নিদের্শ দিয়েছেন।

Pic MP-2