বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

শেখ হাসিনা ক্ষমতায় আছে বলে আজকে স্বপ্নের পদ্মা সেতু- মোস্তাফিজুর রহমান এমপি


সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি ঃ আজকে স্বপ্নের পদ্মা সেতুকে বাস্তবে রুপ দিয়েছেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু ছিলো বলেই দেশ স্বাধীন হয়েছে আর জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশে শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। তাঁর ঐতিহাসিক সিদ্ধান্ত ২০১৮ বিধি মোতাবেক ৩২৪ কলেজের মধ্য দিনাজপুরের পার্বতীপুর ডিগ্রী কলেজ অন্তর্ভুক্ত হওয়ায় এডহক নিয়োগ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন- পার্বতীপুর-ফুলবাড়ী এলাকার লাগাতার সাংসদ সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার।
আজ শনিবার দুপুরে কলেজ হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন অধ্যক্ষ গোলাম রসুল। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের অধ্যক্ষ নুরুন্নবী আকন্দ ও দিনাজপুর শিক্ষা বোর্ডের সাবেক সচিব আমিনুল ইসলামসহ কলেজের শিক্ষক কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Spread the love