বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

শেখ হাসিনা গড ফাদারের মা: খালেদা জিয়া

khaleda-bnpরোববার রাতে গুলশানের কার্যালয়ে লক্ষ্মীপুর জেলায় গুম-খুন-নির্যাতনের শিকার নেতা-কর্মীদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, “যত দিন যাচ্ছে, দেশে গুম-খুন বাড়ছে। দেশে আজ মানবাধিকার পদে পদে লঙ্ঘিত একদিন এর হিসাব আওয়ামী লীগ সরকারকে দিতে হবে।

“যারা গুম-অপহরণ-খুন করেছে, কেউ এ থেকে মাফ পাবে না। ভবিষ্যতে দেশে এর বিচার হবে। আন্তর্জাতিক আদালতেও তাদের বিচার করা হবে।”

লক্ষ্মীপুরের  বিএনপি নেতারা নেতারা দাবি করেন, ২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত র‌্যাব ও আইন শৃঙ্খলা বাহিনীসহ ক্ষমতাসীন দলের কর্মীদের হামলায় ৪৫ জন নিহত অথবা গুম হয়েছেন।

গুম-হত্যাকাণ্ডের জন্য র‌্যাবকে দায়ী করে এই বাহিনীর বিলুপ্তির দাবি পুনরায় জানান খালেদা জিয়া। র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসানকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিও জানান তিনি।

“লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদকে ঠিকভাবে রিমান্ডে নিলে সে বলে দেবে জিয়ার নাম। এরপর হাসিনার নামও  আসবে।”

র‌্যাবের বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহবান রেখে বিএনপি চেয়ারপারসন বলেন, “র‌্যাব কোথাও গেলে তাদের ঘেরাও দেবেন। মানুষজনকে এদের বিরুদ্ধে সম্পৃক্ত করুন।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংসদে দেয়া বক্তব্যের প্রতি ইঙ্গিত করে খালেদা বলেন, “নারায়ণগঞ্জে কে গডফাদার, দেশের মানুষ সবাই জানে। হাসিনা বলেছেন, তার পাশে থাকবেন। এ থেকে বোঝা যায়, শেখ হাসিনা গডফাদারের মা।”

অবিলম্বে সব দলের অংশগ্রহণে নির্বাচন দাবি করে তিনি বলেন, “সরকারকে বলব, এখনো সময় আছে, ক্ষমতা ছেড়ে দ্রুত নির্বাচন দিন।”

মিরপুরে আটকে পড়ার পাকিস্তানিদের ক্যাম্পে হামলা-অগ্নিসংযোগে ১০ জনের মৃত্যুর জন্য ক্ষমতাসীন দলকে দায়ী করেন খালেদা জিয়া।

“এই দলটি কত নির্মম। আওয়ামী লীগের কর্মীরা ও পুলিশ মিলে মিরপুরে মানুষজনকে ঘরের ভেতরে বন্ধ করে রেখে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছে । আওয়ামী লীগ মানুষ নয়, তারা পশু, দানব।”

লক্ষ্মীপুর জেলা সভাপতি আবুল খায়ের ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাবেক সংসদ সদস্য শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, এ বি এম আশরাফ উদ্দিন নিজান, জেলা সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন সাবু, স্থানীয় নেতা ওয়াহিদ চেয়ারম্যান, শাহজাহান চেয়ারম্যান, তোফায়েল আহমেদ প্রমুখ।

নিহত নেতা-কর্মীর ৪৫টি পরিবারের সদস্যদের মধ্যে কাওসার হামিদ, সালমা ইসলাম মায়া, মনোয়ারা বেগম, পারভীন আখতার বক্তব্য রাখেন।