শনিবার ৩ জুন ২০২৩ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

শোলাকিয়া হামলা: মোতাদ্দিন এর মা ,ভাই ঘোড়াঘাটে আটক

আজহারুল ইসলাম সাথী, ঘোড়াঘাট, দিনাজপুরঃ

কিশোরগঞ্জ ঐতিহাসিক শোলাকিয়াউ পমহাদেশের বৃহতম ঈদগাহ ময়দানে জঙ্গি হামলায় ঘটনায় আটক শফিউল ইসলাম মোতাদ্দিন (১৮) এর মা শিউলি বেগম (৪০), শফিউলের জেঠাতো বড় ভাই মোঃ আব্দুল মালেকের পুত্র মোঃ এনামূল (৩৫) টিভি,ফ্যান,ইলেকন্টিক ব্যবসায়ি কে(৭ জুলাই) বৃহস্পতিবার দিনাজাপুরের ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের মারূপাড়া গ্রাম থেকে আটক করেছে র‌্যাব। আটক মোতাদ্দিন বিরামপুর উপজেলার বিজুল মাদ্রসা থেকে আলিম পাশ করে দীঘ দিন থেকে নিখোঁজ ছিল। কিশোরগঞ্জ ঐতিহাসিক শোলাকিয়া জঙ্গি হামলায় ঘটনায় আটক হয় শফিউল ইসলাম মোতাদ্দিন।