রবিবার ২৪ সেপ্টেম্বর ২০২৩ ৯ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

শ্রদ্ধেয় মনি স্যার

-মৃণাল রায়-

আমি তখন অষ্টম শ্রেনীর ছাত্র।গোলাপগঞ্জ উচ্চবিদ্যালয় থেকে আবার আমার শৈশবের চিরচেনা ইব্রাহীম মেমোরিয়াল শিক্ষানিকেতনে (বর্তমান নাম) ভর্তি হলাম।এখানে সাখ্য হল অনেক শিক্ষকের সাথে।আর সবার শ্রদ্ধেয় মনি স্যারের সাথে।
তিনি আমাদের ইংরেজী পড়াতেন।ক্লাশে দেখেছি স্যারকে,”একজন সত্যিকারের শিক্ষক”।আমাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে পড়াতেন।রাগবলে কিছু ছিলনা স্যারের।একটু মুচকি হেসে কথা বলতেন।ক্লাশে আসতেন খুবই নম্র আর ভদ্রভাবে।মানুষ কিভাবে এত বিনয়ী হয় বুঝতে পারিনা।বেশি কথা বলতেন না।পড়াতেন আর একটু হাসতেন।সে সময় থেকেই স্যার আমার খুবই শ্রদ্ধেয় ও প্রিয় শিক্ষক ছিলেন।
স্যারের সাথে বেশি দিন ক্লাস করতে পারিনি।কিছু দিন পরেই তিনি স্কুল থেকে অবসর নিয়েছিলেন।স্যার জীবনের অনেক কিছু দিয়ে গেছেন বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে।শিক্ষকতা করেছেন সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়েই।সেখানে পার করেছেন জীবনের অনেক সময়।
নবম ও দশম শ্রেণীতে পড়ার সময় আমি উপজেলা কার্যালয়ের পিছনে নতুন পাড়ায় স্যারের বাসার কাছে একটি বাসায় থাকি।সেখান থেকেই স্কুল ও প্রাইভেট করি।তাই স্যারের সাথে আমার প্রায় প্রতিদিনই দেখা হত।প্রথমেই স্যারকে নমস্কার জানাতাম।আর জিজ্ঞেস করতাম কেমন আছেন স্যার।
তিনিও আমার খোজ খবর নিতেন, লেখাপড়া কেমন হচ্ছে জানতে চাইতেন।আমাকে স্যার গুরুত্ব দিতেন একটি কারনে,আমার বড় জামাইবাবু উনার ছাত্র ছিলেন।এবং সবারই খোজ-খবর নিতেন।
খুবই মনে পড়ে উপজেলার সাথের রাস্তাটি বসুন্ধরা আবাসিক এলাকা যেতে একটি ছোট দোকান ছিল, স্যার প্রতিদিন সকালে সেখানে একটি চেয়ারে বসে থাকতেন।শীতের দিনে শালের চাদর গায়ে দিয়ে রোদ পোহাতেন।
স্যারের সাথে আমি বেশিরভাগ সময়েই ইংরেজীতে কথা বলার চেষ্টা করতাম।তিনি আমাকে সব বিষয়েই অনেক উতসাহিত করতেন।তিনি শুধু একজন মহান শিক্ষকই নন একজন দেবতাও ছিলেন।
আজ বীরগঞ্জ উপজেলার মাঠে পাবলিক লাইব্রেরীর উদ্যোগে “মনি স্যার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট- ২০১৪ নামে”যে ফুটবল খেলার আয়োজন করা হয়েছে, সত্যি এটি এই মহান শিক্ষকের শিক্ষাদানেরই এক নজির।যিনি আলো ছড়িয়েছেন একটি সমাজের মাঝে, একটি জাতির মাঝে।
এই দেবতার সমান মানুষটি যুগযুগ ধরে হাজারো মানুষের মধ্যে অমর হয়ে থাকবেন।অমর হয়ে থাকবেন বীরগঞ্জের মানুষের হ্রদয়ে।ভাল থাকবেন স্যার।

Spread the love