
শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে চ্যাম্পিয়ন হলো ভারত। ৫০ ওভারের ম্যাচে সবমিলিয়ে খেলা হলো ২১.৩ ওভার! চরম লজ্জাজনক পারফরম্যান্স উপহার দিয়ে ফাইনাল হারলো গতবারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা।
৫১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬.১ ওভারেই ১০ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে ভারত। দুই ওপেনার ইশান কিশান ২৩ আর শুভমান গিল ২৭ রানে অপরাজিত থাকেন।
২৬৩ বল হাতে রেখে পাওয়া এই জয়ে এ নিয়ে অষ্টমবারের মতো এশিয়া কাপ চ্যাম্পিয়ন হলো ভারত।
এশিয়া কাপের ফাইনালে বড় প্রত্যাশা নিয়ে শুরুতে ব্যাটিং নিয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু ব্যাট করতে নামতেই তাদের শুরুটা হলো দুঃস্বপ্নের মতো। এক ওভারের গতিঝড়ে লন্ডভন্ড হয়ে পড়েছে লঙ্কানদের ব্যাটিং। পেসার মোহাম্মদ সিরাজ চতুর্থ ওভারে ৪ উইকেট নিয়ে শুরুতেই স্বাগতিকদের ব্যাটিংয়ে ধস নামিয়েছেন। ষষ্ঠ ওভারে আবার আঘাত করে তুলে নিয়েছেন ম্যাচের পঞ্চম উইকেট। তাতে ১২ রানে পড়ে শ্রীলঙ্কার ৬ উইকেট! মাঝে কুশল মেন্ডিস প্রতিরোধ গড়ার চেষ্টা করলে তাকেও বোল্ড করেছেন তিনি। শ্রীলঙ্কা সবশেষ তিন উইকেট হারায় হার্দিক পান্ডিয়ার কাছে। ১৫.২ ওভারে ৫০ রানে অলআউট স্বাগতিকরা, যা ভারতের বিপক্ষে তাদের সর্বনিম্ন ওয়ানডে স্কোর।
ফাইনালের মতো মঞ্চে এমন সূচনা মোটেও প্রত্যাশিত নয়। কিন্তু ভারতের পেসারদের সামনে লঙ্কানরা শুরুতে দাঁড়াতেই পারেনি। তৃতীয় বলে কুশল পেরেরাকে শূন্যরানে গ্লাভসবন্দি করিয়েছেন জসপ্রীত বুমরা। তার পর চতুর্থ ওভারে সিরাজ বোলিংয়ে এলে হতশ্রী হয়ে পড়ে লঙ্কানদের ব্যাটিং।
মাত্র ১২ রানে ৬ উইকেট হারানোর বিপদ কাটিয়ে ওঠার চেষ্টা করেন কুশল মেন্ডিস। কিন্তু সিরাজ এসে ফিরিয়ে দেন তাকেও। ইনিংসের ১২তম ওভারে ভাঙেন মেন্ডিসের প্রতিরোধ। সিরাজের লেংথ বল বুঝে উঠতে পারেননি মেন্ডিস। লাইন মিস করতে গিয়ে হয়ে যান বোল্ড। তাতে সিরাজ পান নিজের ষষ্ঠ ও দলের সপ্তম উইকেট।
সিরাজের উইকেট উৎসবে এরপর যোগ দেন হার্দিক পান্ডিয়া। নিজের তৃতীয় ওভারেই তিনি পেয়ে যান উইকেটের দেখা। ভরসা হয়ে কিছুটা লড়াই করা ভেল্লালাগেকে নিজের শিকার বানান পান্ডিয়া। ভারতীয় অলরাউন্ডারের বলে উইকেটের পেছনে রাহুলের হাতে সহজ ক্যাচ নিয়ে ফেরেন ভেল্লালাগে। ফেরার আগে করেন ২১ বলে ৮ রান।
একের পর এক উইকেট হারানোর মিছিলে বেশিদূর যায়নি শ্রীলঙ্কার ইনিংস। ৫০ ওভারের ম্যাচে লঙ্কানরা টিকতে পেরেছে কেবল ১৫.২ ওভার। ব্যাটারদের হতাশার দিনে মাত্র ৫০ রানেই শেষ স্বাগতিকদের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ১৭ রান করেছেন কুশল মেন্ডিস। বাকিরা কেউ ১৫ রানের এর ঘর পার করতে পারেননি।
ভারতের হয়ে বল হাতে ২১ রান দিয়ে সর্বোচ্চ ৬টি উইকেট নেন মোহাম্মদ সিরাজ। ওয়ানডেতে সিরাজের এটাই সেরা বোলিং ফিগার। আগের সেরা বোলিং ছিল ৩২ রানে চার উইকেট। ২৩ রান খরচায় বুমরাহ নেন একটি উইকেট। তিন রান দিয়ে পান্ডিয়ার শিকার তিনটি।
৭ ওভারে ২১ রান দিয়ে ৬ উইকেট নেন সিরাজ। ২.২ ওভারে মাত্র ৩ রান দিয়ে তিন উইকেট পান হার্দিক।
এরপর আনুষ্ঠানিকতা শেষ হয় ৬.১ ওভারে। ইশান কিষাণ ও শুবমান গিলের ওপেনিং জুটিতে জিতে গেছে ভারত। সপ্তম ওভারের প্রথম বলে ইশানের সিঙ্গেলে তারা ১০ উইকেটের জয়ে অষ্টম এশিয়া কাপ ট্রফি নিশ্চিত করে। ইশান ২৩ ও শুবমান ২৭ রানে অপরাজিত ছিলেন।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা : ১৫.২ ওভারে ৫০/২ (পাথুম ২, পেরেরা ০, মেন্ডিস ১৭, সাদিরা ০, চারিথ ০, ডি সিলভা ৪, শানাকা ০, ভেল্লালাগে ৮, হেমন্ত ১৩, মাদুসান ১, পাথিরানা ০; সিরাজ ৭-১-২১-৬, বুমরাহ ৫-১-২৩-১, পান্ডিয়া ২.২-০-৩-৩, কুলদিপ ১-০-১-০)।
ভারত : ৬.১ ওভারে ৫১/০ (ইষান ২৩*, শুভমান ২৭* প্রমোদ ২-০-২১-০, পাথিরানা ২-০-২১-০, ভেল্লালাগে ২-০-৭-০, আসালাঙ্কা ০.১-০-১-০)।
ফল : ১০ উইকেটে জয়ী ভারত।