
এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে গতকাল পাকিস্তানের মুখোমুখি হয়েছিল ভারত। রিজার্ভ ডে তে গড়ানো ম্যাচে বিরাট কোহলি-লোকেশ রাহুলের শতকের পর বোলারদের দুর্দান্ত বোলিংয়ে বাবর আজমের দলকে ২২৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে টিম ইন্ডিয়া।
আজ আবার শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে ভারত। টানা তৃতীয় দিনের মত মাঠে নেমে টসে জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা।
পাকিস্তানের বিপক্ষে রেকর্ড ব্যবধানে জয়ের পর আজ একাদশে একটি পরিবর্তন এনেছে টিম ইন্ডিয়া। অপরদিকে বাংলাদেশের বিপক্ষে খেলা আগের ম্যাচের একাদশ নিয়েই মারথে নামছে স্বাগতিকরা।
ভারত একাদশ
রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ ও অক্ষর পাটেল।
শ্রীলঙ্কা একাদশ
পাথুম নিসাঙ্কা, দিমুথ করুনারতেœ, কুসল মেন্ডিস (উইকেটরক্ষক), সাদিরা সামারাউইক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ওয়েললাগে, মাথিশা থিকশানা, কাসুন রাজিথা ও মাথিশা পাথিরানা।