
আম্বাতি রায়াড়ুর অনবদ্য সেঞ্চুরিতে সহজ জয় পেলো ভারত। টস জিতে প্রথমে ব্যট করে সফরকারিরা ৮ উইকেট হারিয়ে ২৭৪ রান তুলেতে সক্ষম হয়। জবাবে ব্যাট করতে নেমে ৪৪.৩ ওভারে ৪ উইকেট হারিয়েই জয় নিশ্চিত করে স্বাগতিকরা। আর এর মধ্যদিয়ে কটকের পর আমেদবাদেও শ্রীলংকার বিরুদ্ধে ফের সহজ জয় নিয়ে ৫ ম্যাচ সিরিজে ২-০ তে এগিয়ে গেলো বিরাট কোহলির ভারত। শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে ৫ ম্যাচের একদিনের সিরিজে ২-০ এগিয়ে গেল স্বাগতিকরা। কটক ওয়ানডের মতই মোতারেতও সহজ জয় পেল বিরাট বাহিনী। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম শতরান করে মোতেরায় নায়ক হলেন আম্বাতি রায়াড়ু। তিনি ১১৮ বলে করেন ১২১ রান।
ঋদ্ধিমান সাহার বদলে আজ উইকেটকিপারের ভূমিকায় নামা রায়াড়ু নামেন ৩ নম্বরে। রাহানের আউটের পর দল যখন বেশ চাপে সেখান থেকে ম্যাচ ঘুরিয়ে দেয়া ইনিংস খেলেন রায়াড়ু। রায়াড়ুকে যোগ্য সঙ্গত দেন শিখর ধাওয়ান। তিনি ৮০ বলে করেন ৭৯ রান।
বিশ্বকাপের আগে মিডল অর্ডারে নিজের জায়গা পাকা করতে হলে রায়াড়ুর কাছে এ সিরিজ অনেকটা অগ্নিপরীক্ষার মত। সে পরীক্ষায় সম্মানে পাশ করার ব্যাপারে এ শতরান রায়াড়ুকে এগিয়ে দিল। তাই ম্যাচের সেরাও হলেন ওই আম্বাতি রায়াড়ুই।