বুধবার ৪ অক্টোবর ২০২৩ ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

শ্রী রামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দ মনুষ্যত্ববোধ প্রতিষ্ঠার মাধ্যমে পৃথিবীতে সম্প্রীতির আলো ছড়িয়ে গেছেন-স্বামী বোধসারানন্দ মহারাজ

Ram-Kisnoদিনাজপুর প্রতিনিধি: গতকাল বুধবার রামকৃষ্ণ আশ্রম আয়োজিত শ্রী রামকৃষ্ণ দেবের ১৭৯তম আবির্ভাব উৎসব ও স্বামী বিবেকানন্দের সার্ধশত জন্ম বার্ষিকীর সমাপণী অনুষ্ঠান উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালীর উদ্বোধন করতে গিয়ে উদ্বোধক রামকৃষ্ণ মঠ ও মিশন (ভারত) বেলুর মঠ ট্রাষ্টি ও সহ-সম্পাদক স্বামী বোধসারানন্দ মহারাজ বলেছেন, স্বামী বিবেকানন্দের বাণী জীবের প্রেমের মাধ্যমে ইশ্বর লাভ করা সম্ভব। আমরা তাই এই বাণী মেনে চলবো। তাহলে সর্বত্র শান্তি প্রতিষ্ঠা হবে এবং হানাহানি মারামারি থাকবে না। শ্রী রামকৃষ্ণ  ও স্বামী বিবেকানন্দ মনুষ্যত্ব বোধ প্রতিষ্ঠার মাধ্যমে সম্প্রীতির আলো ছড়িয়ে গেছেন। বর্ণাঢ্য সম্প্রীতি শোভাযাত্রাটি রামকৃষ্ণ আশ্রম হতে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক  প্রদক্ষিণ শেষে আশ্রমে এসে সমাপ্ত হয়। শোভাযাত্রার পুর্বে সকাল ১০টায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দিনাজপুর  জেলা পরিষদের প্রশাসক  আজিজুল ইমাম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শ্রী সত্যেন্দ্র নাথ সরকার, দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম ও রামকৃষ্ণ মিশন ভারত, বরাই নগর কোলকাতার সম্পাদক স্বামী ঋতানন্দ মহারাজ। সভাপতিত্ব করেন আধ্যাত্বিক প্রধান নেপাল রামকৃষ্ণ আশ্রম এর স্বামী গৌরাঙ্গানন্দ। স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী ধ্রবেশানন্দ। বিকাল ৫টায় ধর্ম সভা অনুষ্ঠিত হয়। বিষয়বস্ত্ত ছিল সর্ব ধর্ম সমন্বয়। সভাপতিত্ব করেন স্বামী বোধসারানন্দ মহারাজ। প্রধান অতিথি জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী। স্বাগত বক্তব্য রাখেন স্বামী ভক্তি প্রদানন্দ। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার দিনাজপুর শ্রী সঞ্জয় সরকার ও প্রাক্তন মেয়র দিনাজপুর পৌরসভা শফিকুল হক ছুটু। ইসলাম ধর্মের উপর  আলোচনা করেন কাশিয়ানী মাদ্রাসা, গোপালগঞ্জ এর সিনিয়র শিক্ষক মোঃ ইদ্রিস আলী খান, খৃষ্ট ধর্ম নিয়ে আলোচনা করেন রোমান ক্যাথলিক ডায়োসিস, কসবা দিনাজপুর বিশপ শ্রী সেবাসটিয়ান টুডু, বৌদ্ধ ধর্ম নিয়ে আলোচনা করেন রংপুর মিঠাপুকুর, পায়রাবন্দ বৌদ্ধ বিহারের শ্রীমতশিলব্রত ভিক্ষু। সন্ধ্যায় বাউল গান উদ্বোধক ডাঃ শান্তনু বসু।

Spread the love